পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
বুধবার ইসলামপুর আলুয়াবাড়ি রেল স্টেশনে চত্বরে রেল কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করলেন। তাদের দাবি, ভারতীয় রেলকে বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে এর প্রতিবাদে আজকের এই বিক্ষোভ কর্মসূচি।
রাকেশ ভারতী আলুয়াবাড়ি মজদুর ইউনিয়নের শাখা সংগঠনের সচিব তিনি জানান, রেল যেখানে বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে তাই প্রতিবাদে আজকে আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি আমাদের দাবি রেলকে বেসরকারিকরণ করা চলবে না।
আরও পড়ুনঃ বেআইনিভাবে রাস্তার ধারে বসে থাকা মাংস বিক্রেতাদের উচ্ছেদ করল প্রশাসন
রেলের বিভিন্ন কাজ ঠিকাদারদের হাতে তুলে দেওয়া হচ্ছে সম্প্রতি তেজাস এক্সপ্রেস যেভাবে তুলে দেওয়া হয়েছে বেসরকারি হাতে তার প্রতিবাদে আজ আলুয়াবাড়ি স্টেশনের প্ল্যাটফর্ম চত্বরে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। আলুয়াবাড়ি স্টেশনে যাত্রীদের হাতে একটি করে লিফলেট দেওয়া হয় বর্তমান কেন্দ্র সরকারের এই নীতির প্রতিবাদে তারা আজ স্লোগান দিতে থাকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584