মনিরুল হক, কোচবিহারঃ
মজুরি না মেলায় কর্তৃপক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজের সাথে যুক্ত শ্রমিকরা। আজ সন্ধ্যায় কোচবিহার বিবেকানন্দ স্ট্রিটে কোচবিহার কৃষি দফতর লাগোয়া নির্মীয়মাণ মেডিক্যাল কলেজ চত্বরে ওই বিক্ষোভ হয়। পরে নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে আগামী কাল বেলা ১২ টার মধ্যে বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।
শ্রমিকদের অভিযোগ, দুই মাসেরও বেশী সময় ধরে তাঁদের মজুরি বকেয়া রয়েছে। এর আগেও বিক্ষোভ দেখানো হয়। তখনও মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু তা না মেটানোয় এদিন ফের বিক্ষোভ দেখায় শ্রমিকরা।
আরও পড়ুন: প্রিয়জনকে চিঠি লিখে সচেতন করলে মিলবে পুরস্কার
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584