নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহের হরিশ্চন্দ্রপুর ব্লকে গ্রামবাসীদের বানানো কোয়ারেন্টাইন সেন্টার থেকে শনিবার বাড়ি ফিরেছেন ৯০ জন পরিযায়ী শ্রমিক। অঙ্গারমনি প্রাথমিক বিদ্যালয় থেকে এই সব শ্রমিকরা বাড়ি ফিরে গেছেন। গত শুক্রবার ৬০ জন পরিযায়ী শ্রমিক পালিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ছত্রক প্রাথমিক বিদ্যালয়ের কোয়ারেন্টাইন সেন্টার থেকে বাড়ি চলে গিয়েছেন বলে খবর।
স্থানীয় সূত্রে খবর, গ্রামবাসীরা নিজ উদ্যোগে এই কোয়ারেন্টাইন সেন্টার খোলার ব্যবস্থা করেন। কিন্তু সেখানে শ্রমিকদের রাখার পর ৪ দিন কেটে গেলেও তাঁদের স্বাস্থ্য পরীক্ষা বা লালারস সংগ্রহ করা হয়নি। তাই শ্রমিকরা
আরও পড়ুনঃ উত্তর দিনাজপুরে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা
এদিন সকালে কোয়ারেন্টাইন সেন্টার থেকে পালিয়ে নিজ নিজ বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে জানা গিয়েছে। এনিয়ে এলাকায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কোয়ারেন্টাইন সেন্টারে নজর রাখতে গ্রাম পঞ্চায়েতকে বলা হয়েছে। শ্রমিকদের শারীরিক অবস্থা দেখে তাঁদের আবার কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584