নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলার অনেকেই পেটের তাগিদে ভিন রাজ্যে কাজ করতে যায়। তেমনই জেলার ইসলামপুর ব্লকের প্রায় দেড়শো জন শ্রমিক কলকাতার একাধিক জায়গায় কাজ করতে গিয়েছিলেন। আর দেশ জুড়ে করোনা সংক্রমণের ফলে জারি হয় লকডাউন । আর এর জেরেই তাঁদের কাজও বন্ধ হয়ে যায়। উপার্জনের টাকা শেষ হয়ে যাওয়ার ফলে ব্যাপক সমস্যায় পড়েন তাঁরা।

আরও পড়ুনঃ রায়গঞ্জে করোনার প্রভাব না থাকলেও অতিরিক্ত সাবধানতা অবলম্বনে পুরপিতা
তাই সোমবার প্রশাসনের সহযোগিতায় কলকাতা থেকে ২৪ টি বাসে তাঁরা অবশেষে ইসলামপুরে এসে পৌঁছান। এর পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে জানা গেছে, কলকাতা থেকে নিজ জেলায় আসার ফলে এখন তাঁদের ইটাহার, রায়গঞ্জ ও করণদিঘির কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয়েছে। তবে এই সংকটের মধ্যেও নিজ জেলায় এসে খুশি শ্রমিকরা।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584