নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
বিভিন্ন প্রান্তে লকডাউনের জেরে আটকে পড়েছে বহু শ্রমিক। আর সেই শ্রমিকদের কথা মাথায় রেখে তাদের বাড়ি পৌঁছাতে এগিয়ে এল প্রশাসন।
শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে একটি ইটভাটার প্রায় ২৫০ জন শ্রমিক লকডাউনে আটকে পড়েন। ধাপে ধাপে লকডাউন বাড়তে থাকায় অসুবিধায় পড়েন ওই শ্রমিকরা। তারা প্রত্যেকেই কোচবিহারের বাসিন্দা। প্রথমে ওই ইটভাটার মালিক স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন।
আরও পড়ুনঃ পরিযায়ী শ্রমিকদের নিয়ে দাবিপত্র পেশ বাম যুব সংগঠনের
প্রশাসনের তরফ থেকে যোগাযোগ করা হয় উপর মহলে। ওই শ্রমিকদের প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর শ্রমিকদের বাড়ির ফেরানোর জন্য ৭টি সরকারি বাসের ব্যবস্থা করে দেয় রাজ্য সরকার। জানা গেছে, প্রত্যেকটি বাসে ৩৫ জন করে নেওয়া হবে। যদিও বাড়ি যাবার জন্য সরকারি বাস মেলায় খুবই খুশি ওই শ্রমিকরা। তারা রাজ্য সরকারকে ধন্যবাদ জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584