সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ
এককথায় তাঁদের চিহ্নিত করা যায়, তাঁরা পরিযায়ী শ্রমিক। পেটের তাগিদে কাজ করেন রাজ্য ও দেশের বিভিন্ন জায়গায়। আচমকা লকডাউনের জন্য তাঁরা আটকে গিয়েছিলেন পূর্ব বর্ধমানে। কোয়রান্টিন পর্ব কাটিয়ে এবার ঘরে ফেরার পালা।
পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর থানার মির্জাপুর এবং মাধবডিহি থানা এলাকায় কাজের সূত্রে আসা বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম জেলার বাসিন্দা প্রায় ৩৫ জনকে নিজেদের বাড়ি ফিরিয়ে দেবার ব্যবস্থা করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন।
আরও পড়ুনঃ নবান্নের নির্দেশে শিলিগুড়িতে লকডাউন কড়াকড়ি করতে রাস্তায় খোদ পুলিশ কমিশনার
একই ছবি দেখা গেল পশ্চিম বর্ধমানেও৷ এখানে আরামবাগের ১৮ জন, উত্তর ২৪ পরগণার ৭ জন, মুর্শিদাবাদের ৪৫ জনকে বাড়ি ফেরানোর উদ্যোগ নিল জেলা প্রশাসন। উল্লেখ্য, গলসি সহ বর্ধমানের বিভিন্ন কোয়রান্টিন সেন্টারে থাকা ১৫ জনকে কলকাতার উস্থি থানা ও পোস্তা এলাকায় এবং কোচবিহার জেলায় ফেরত পাঠালো প্রশাসন। দীর্ঘদিন পরে দুঃসময় কাটিয়ে বাড়ি ফেরার উদ্যোগে স্বস্তির ছাপ শ্রমিকদের মুখে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584