মালগাওয়ের শ্রমিক বিদ্যালয় রচনা করছে ভবিষ্যতের সম্ভাবনা

0
109

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

একদিন দারিদ্র্যের কষাঘাতে ভবিষ্যতের স্বপ্ন বর্ণহীন হয়ে গিয়েছিল আজ তারাই বর্ণময় স্বপ্ন বুনছে।একদিন যাদের হাতের তৈরি করা রং বেরঙের কার্পেট যেত রঙিন দুনিয়ায় আজ সেই ছোট ছোট পড়ুয়ারা কার্পেট বোনা ছেড়ে বগলে বই খাতা পেনসিল নিয়ে যাচ্ছে স্কুলে।এমনি চিত্র দেখা যাচ্ছে উত্তর দিনাজপুর জেলার মালগাও গ্রামের শিশু শ্রমিক বিদ্যালয় গুলিতে।

নিজস্ব চিত্র

আজ উৎসাহের সাথে সেই সব শিশুরা শিখছে যোগ গুণ ভাগ তেমনি শিখছে প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী নাম।সব মিলিয়ে মালগাও এর শিশু শ্রমিক স্কুল এলাকার মানুষের কাছে নয়নের মনিতে পরিণত হয়েছে।জানা যায় উত্তর দিনাজপুর জেলার মালগাঁও গ্রাম আজ শুধুই গ্রামে সীমাবদ্ধ নয় গ্রাম শিল্পীদের হাতের তৈরি কার্পেট আজ সারা দুনিয়াতে।কিন্তু আজও মালগাও এর মানুষেরা হতদরিদ্র ।তবে আগের চেয়ে তাদের কিছুটা উন্নতি হয়েছে।একসময়  নিজেদের পরিবারের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির জন্য যে সমস্ত পরিবার তাদের সন্তানদের হাতে বই খাতার বদলে তুলে দিয়েছিল কার্পেট বোনার কাজ আজ তারাই তাদের সন্তানকে  কার্পেট বোনার কাজ ছাড়িয়ে বগলে বই খাতা দিয়ে পাঠিয়ে দিচ্ছে স্কুলে।

নিজস্ব চিত্র

আর সেই মিড ডে মিলও পড়াশুনার মান অত্যন্ত ভালো হওয়ায় আজ সেই ছোট ছোট শিশুরা ভবিষ্যত গড়ার কাজ করছে।জানা যায় কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ১৯৯৬ সালে মালগাও এ শিশু শ্রমিকদের জন্য পাঁচটি স্কুল খোলা হয়েছিল।যেখানে আজ রয়েছে দুইটি স্কুল।স্কুলের বাচ্চা দের নিয়ম করে যেমন শেখানো হচ্ছে প্রার্থনা সংগীত তেমনই পড়াশুনার ফাঁকে ফাঁকে স্কুলের বাচ্চাদের শেখান হচ্ছে কম্পিউটার সেলাই এর কাজ সহ আরো আনেক কিছু।ফলে বাচ্চারাও ভীষণ খুশি।

আরও পড়ুনঃ সিপিএমের যুদ্ধ বিরোধী শান্তি মিছিল

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here