শ্যামল রায় বর্ধমান:
বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নির্মীয়মাণ ভবনের নিচে দাঁড়িয়ে কাজের তদারকি করছিলেন সুপারভাইজার। হঠাৎ করেই উপর থেকে সিমেন্টের চাই মাথায় পড়ে মৃত্যু হল সুপারভাইজার শুকুর আলী মণ্ডলের। বাড়ি নদীয়া জেলার চাকদাহ রাউতা পাড়ায়।
জানা গিয়েছে যে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পরিকাঠামো উন্নয়নে নয় তলাবিশিষ্ট একটি বিল্ডিং এর কাজ চলছিল।
উপরে কর্মরত শ্রমিকদের নিষেধ ছিল নিচে কোন জিনিস ফেলানো। জানা গিয়েছে কিছুক্ষণ বন্ধু ছিল কোন জিনিস ফেলানোর কাজ। অতর্কিত সিমেন্টের যাই শ্রমিকরা ফেলানোই শুকুর আলী মন্ডলের মাথায় পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুপারভাইজার শুকুর আলী মণ্ডলের এই ঘটনা ঘিরে শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে এবং মৃতদেহটি পরিবারে হাতে তুলে দেয়া হয়েছে এদিন।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584