মনিরুল হক,কোচবিহারঃ
আসন্ন লোকসভা ভোটের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে।মঙ্গলবার তারই অঙ্গ হিসেবে মাথাভাঙ্গা এসডিও অফিসের হল ঘরে ভিভি প্যাড সম্পর্কে অবগত করতে রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিকদের ডাকা হয়।জানা গিয়েছে,২০১৯ এর লোকসভা ভোটে সমস্ত বুথে এই ভিভি প্যাড থাকবে।
এই ভিভি প্যাড কিভাবে কাজ করবে সেই বিষয়ে রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিকদের এদিন প্রত্যক্ষ ভাবে অবগত করা হয়।এদিনের এই কর্মসূচীতে রাজনৈতিক ব্যক্তি ও মাথাভাঙ্গা মহকুমার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মাথাভাঙ্গা সাব ডিভিশনাল ডেপুটি ম্যাজিস্ট্রেট ওসি অমল বিশ্বাস বলেন, “আসন্ন ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ক্ষেত্রে ইলেকশন কমিশন এবার ভিভি প্যাডের ব্যবস্থা করেছে।তাই এই ভিভি প্যাড কিভাবে কাজ করবে সেই বিষয়ে জানাতে এবং দেখতে আজকে রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিকদের ডাকা হয়েছে।
এবার সব বুথেই এই ভিভি প্যাড যুক্ত ইভিএম মেশিন থাকবে।এই মেশিনে যে কোন কারচুপি নেই সেটা দেখানোর জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের কাছে এটা পাঠানো হয়েছে।”
আরও পড়ুনঃ মহিষাদলে বইমেলার উদ্বোধনে পরিবহন মন্ত্রী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584