নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের নিয়ে ক্যারিয়ার কাউন্সিলিং ও মানসিক স্বাস্থ্য বিষয়ক একটি কর্মশালার আয়োজন করল নিখিল বঙ্গ শিক্ষক সমিতি। রবিবার কোচবিহার কর্মচারী ভবনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এদিনের ওই কর্মশালায় কলকাতা বেশ কয়েকজন বিশেজ্ঞ শিক্ষক যোগ দিয়েছিলেন।গোটা জেলা থেকে ১০০ জন একাদশ ও দ্বাদশ শ্রেনীর ছাত্রছাত্রী ও তাদের অবিভাবকরা উপস্থিত ছিলেন।
নিখিল বঙ্গ শিক্ষক সমিতির কোচবিহার জেলা সম্পাদক সুজিত দাস জানান, একদিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের আগামী দিনের পরীক্ষার জন্য প্রস্তুতি, তাদের ভবিষ্যৎ পড়াশোনা ও পেশা নির্বাচন এবং মানসিক দৃঢ়তা বৃদ্ধির জন্য এধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামতেও আমরা এধরনের কর্মশালা করবো। যাতে সাধারণ ছাত্রছাত্রীরা উপকৃত হয়।”
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584