নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ
শুক্রবার দুপুরে বুনিয়াদপুর পুরসভার সভা কক্ষে ধূমপান মুক্ত পরিবেশ গড়ে তুলতে ও ধূমপান ও তামাকজাত দ্রব্য বর্জন করার লক্ষ্যে এদিন একটি কর্মশালা হয়। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান অখিল বর্মন, ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুন্ডু সহ পুরসভার চদ্দোটি ওয়ার্ডের কাউন্সিলাররা।
এদিন উক্ত কর্মশালায় তামাকজাত দ্রব্য সেবনে অপকারিতার দিক তুলে ধরা হয় এবং পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে বলা হয়। কেউ প্রকাশ্যে ধূমপান করলে তাকে দু’শো টাকা জরিমানা দিতে হবে শুধু তাই নয় স্কুল কলেজের একশো মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি করা ও ১৮ বছরের নিচে কাউকে তামাকজাত দ্রব্য বিক্রি ও সেবন করা আইনত দন্ডনীয় অপরাধ।
ধরা পড়লে উভয়ের আর্থিক জরিমানা সহ কারাদন্ড বা দুই হতে পারে বলে জানান পুরসভার চেয়ারম্যান অখিল বর্মন। এদিন সভা কক্ষের কর্মশালায় উক্ত বিষয়ের উপর সকলের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584