শিব শংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
পথ দুর্ঘটনা কমাতে বালুরঘাট সদর ট্র্যাফিকের পুলিশের পক্ষ থেকে শুক্রবার দুপুরে বালুরঘাট বিএম হাইস্কুলে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন বালুরঘাট সদর ট্র্যাফিক পুলিশের ওসি উৎপল চ্যাটার্জ্জী, বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক স্নেহাশিস তপর্শি,সমরেশ সিং সহ অন্যান্য পুলিশ ও স্কুলের শিক্ষকরা।
স্কুল পড়ুয়াদের হেলমেট নিয়ে নানান সচেতনতার কথা বলা হয়।পাশাপাশি নিজের পরিবার ও অন্য কেউ যাতে বিনা হেলমেটে বাইক না চালায় তা নিয়েও পরিবারকে সচেতন করার কথা জানানো হয়। পাশাপাশি হেলমেটহীন মোটর বাইক আরোহীদের আটকিয়ে তাদেরকেও হেলমেট নিয়ে সেচতন করা হয়।দেওয়া হয় সেফ ড্রাইভ সেভ লাইফের সচেতনতা লেফলেট ও স্টিকার। এছাড়াও স্কুল পড়ুয়াদের কাছে তারা অঙ্গীকারবদ্ধ হন আগামী দিনে তারা বিনা হেলমেটে না যাতায়াত করবেন না।
আরও পড়ুনঃ বীরভূমে পর পর মন্দির চুরির ঘটনায় বিক্ষুব্ধ জনতা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584