মনিরুল হক, কোচবিহারঃ
কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আনন্দধারা প্রকল্পে গ্রামীণ মহিলাদের নিয়ে প্রশিক্ষণ শিবির কোচবিহার ২ নং ব্লকের রাজারহাট ট্যাঙ্গনমারী এলাকায়।পাট ও কাপড়ের ব্যাগ তৈরির বিষয়ে মহিলাদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। মূলত প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার কমানোর উদ্দেশ্যেকে সামনে রেখে এবং গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে পাট ও কাপড়ের ব্যাগ তৈরির বিষয়ে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ২২ দিন ধরে এই প্রশিক্ষণ চলবে।
এদিন এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি পুষ্পিতা রায় ডাকুয়া। এই শিবিরে প্রশিক্ষণ নিতে আসা মহিলারাও এই বিষয়ে উৎসাহী। পাটের ব্যাগ তৈরি হলে তা পরিবেশের পক্ষে ভালো।পাশাপাশি তারা আর্থিক ভাবে উপকৃত হবে।সেই অর্থ তারা পারিবারিক কাজে লাগাতে পারবেন বলে জানিয়েছেন।
কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞ গণেশ দাস বলেন,“গ্রামের মহিলাদের স্বনির্ভর করা আমাদের মূল উদ্দেশ্য। তার পাশাপাশি জন সচেতনতার দিকটি রয়েছে। ইতিমধ্যে প্লাস্টিক ক্যারিব্যাগ মুক্ত কোচবিহারের ডাক দেওয়া হয়েছে।প্লাস্টিক ক্যারিব্যাগের বিকল্প হিসেবে আমরা পাটের ব্যাগ ব্যাবহার করতে পারি।আর এই সব ব্যাগ বাইরের রাজ্যে বেশি তৈরি হয়।আমাদের এখানে সেই ব্যাগ যাতে তৈরি করা যায়,সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।এতে মহিলারা স্বনির্ভর হতেও পারবে।”
জেলা পরিষদের সভাধিপতি পুষ্পিতা রায় ডাকুয়া বলেন, “এতে করে যেমন গ্রামের মহিলারা উপকৃত হবে তেমনি প্রাকৃতিক পরিবেশও ঠিক থাকবে। প্লাস্টিকের ব্যবহার কমাতে গেলে এই সব জিনিস দিয়ে ব্যাগ তৈরির করতে হবে।”
আরও পড়ুনঃ কৃষক সেতু নিয়ে আতঙ্ক বর্ধমানে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584