সুদীপ কুমার খাঁড়া,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে বিখ্যাত তিন ভারতীয় বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু,মেঘনাদ সাহা ও প্রশান্তচন্দ্র মহালনবীশের জন্মের ১২৫ বছরকে সামনে রেখে মহিলা বিজ্ঞান কর্মীদের প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হলো রবিবার। মেদিনীপুর শহরের মোহনানন্দা হাইস্কুলে আয়োজিত কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্তের বেশ কিছু ছাত্রীসহ শতাধিক মহিলা বিজ্ঞান কর্মী উপস্থিত ছিলেন।
সংগঠনের জেলা কার্য্যকরী সভাপতি নন্দদুলাল ভট্টাচার্য কর্তৃক সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এদিনের কর্মসূচির সূচনা হয়। স্বাগত ভাষণ দেন সংগঠনের জেলা সম্পাদক দিলীপ চক্রবর্তী। কর্মশালায় প্রশিক্ষিকা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব মায়া মিত্র, তনুশ্রী চক্রবর্তী, মৈত্রেয়ী বসু প্রমুখ। কর্মশালা সুষ্ঠ ভাবে সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান বিজ্ঞান মঞ্চের মহিলা কর্মী উপসমিতির আহ্বয়িকা ড.সুজাতা মাইতি।
কর্মশালায় খাদ্য, রান্নাঘর সহ দৈনন্দিন নানা বিষয় কিভাবে সহজে বিজ্ঞানের প্রয়োগ করা যায় সে বিষয়ে আলোচকরা বিস্তারিত আলোচনার পাশাপাশি হাতে কলমে শিক্ষা দেন। কর্মশালায় যোগ দিয়ে খুশি কৃষ্ণা বাসুলী, প্রিয়াঙ্কা ভূঞ্যা, অসীমা গিরি, মধুমিতা পালের মতো ছাত্রীসহ অন্যান্যরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584