নিজস্ব প্রতিবেদক,নদিয়া :-
নদিয়ায় উৎপাদিত অর্থকরী ফসলগুলোর মধ্যে পাটের স্থান শীর্ষে। উন্নত প্রযুক্তিতে পাট চাষ ,পাটের ব্যবহারিক উপযোগিতা, অর্থনৈতিক গুরুত্ব ইত্যাদি বিষয়ে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল চাপড়া ব্লকের হাটখোলা সমবায় কৃষি উন্নয়ন সমিতি প্রাঙ্গনে।
ন্যাশনাল জুট বোর্ড,জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া ও ক্রাইজকের যৌথ উদ্যোগে এই শিবির অনুষ্ঠিত হয় ।অনুষ্ঠানে মাস্টার ট্রেনার মহসিন বিশ্বাস সহ ন্যাশনাল জুট বোর্ড,জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া ও ক্রাইজকের কর্মকর্তাদের মধ্যে জিতেশ সরকার,সাগর মুখার্জি,সলিল মন্ডল,চাষি হবিবর মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন ।প্রশিক্ষণ শিবিরের সঞ্চালনায় ছিলেন আবদুল মজিদ মন্ডল ।বক্তারা বলেন, যেহেতু জমির শস্য পর্যায়িক চাহিদা, কৃষকদের আর্থসামাজিক অবস্থা ও নানাবিধ প্রয়োজনে দেশে পাট চাষ অব্যাহত থাকবে, তাই কৃষক ও দেশের সার্বিক স্বার্থেই উন্নত পাট চাষ প্রয়োজন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584