নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বন্যপ্রাণ সংরক্ষণে সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উঠে এলো বন্যপ্রাণ সংরক্ষণ বিষয়ক কর্মশালায়। বন্যপ্রাণ সংরক্ষণে সদর্থক জনমত গঠনের লক্ষ্যে সাংবাদিকদের নিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হলো ঝাড়গ্রাম শহরের সেন্ট্রাল নার্সারিতে।
বন্যপ্রাণ বিষয়ক কলকতা কেন্দ্রিক স্বেচ্ছাসেবী সংগঠন “হিউম্যান এন্ড এনভায়রনমেন্ট এলায়েন্স লীগ”(হিল)এর উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের বনবিভাগের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিনের কর্মশালায় বক্তব্য রাখেন ঝাড়গ্রামের ডি এফ ও বাসবরাজ হোলাইচি, আর্বান রিক্রেয়েশান ফরেস্ট্রির ডিসিএফ রবীন্দ্রনাথ সাহা, বিশিষ্ট সাংবাদিক কৃষ্ণেন্দু মুখার্জি, বন্যপ্রাণ বিষয়ক বিশিষ্ট গবেষক অরিত্র ক্ষেত্রী প্রমুখ। বক্তারা বন্যপ্রাণ রক্ষায় সাংবাদিকদের সদর্থক সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
এছাড়া কোন বন্যপ্রাণ বিষয়ক কোন সংবাদে জনগনের মধ্যে যাতে অহেতুক আতঙ্ক না ছড়ায় সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান। পাশাপাশি বন্যপ্রাণ সংরক্ষণে যে আইন রয়েছে সে বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে মিডিয়াকে এগিয়ে আসতে বলেন। অন্যদিকে বন্যপ্রাণ বিষয়ে খবর সংগ্রহ বা বন্যপ্রাণীর ছবি তোলার ক্ষেত্রে বণ্যপ্রাণীর আচরণ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।
এদিনের কর্মশালায় স্বেচ্ছাসেবী সংগঠন “হিল”এর পক্ষে উপস্থিত ছিলেন শুভ্রজ্যোতি চ্যাটার্জী, মেঘনা ব্যনার্জী,তিয়াসা আঢ্য, জুবিলী গাঙ্গুলি,রাকেশ সিংহ দেব,বাপি মাহাতো,বাপ্পা মাহাতো,বিজল সাহা, শম্ভু দাস প্রমুখ।
আরও পড়ুনঃ কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাবে বিধ্বংসী আগুন!
এই কর্মশালায় ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তের সংবাদিকদের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু সাংবাদিক উপস্থিত ছিলেন। সাংবাদিকরা একদিনের আলোচনায় বন্যপ্রাণ সংরক্ষণ বিষয়ক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584