বাল্যবিবাহ মুক্ত মডেল পঞ্চায়েত গড়তে কর্মশালা

0
78

নিজামুদ্দিন সেখ ,রেজিনগর,২২ শে নভেম্বর:

মুর্শিদাবাদের প্রতিটি ব্লকে একটি করে বাল্যমুক্ত মডেল পঞ্চায়েত গড়ে তুলতে জেলা- ব্লক প্রশাসন এর প্রচেষ্টার অন্ত নাই ,যা পথ দেখাবে অন্য পঞ্চায়েতকে।সেই লক্ষ্যের বাস্তবায়ন পথকে সুগম করতে বুধবার বেলডাঙ্গা -২ ব্লকের সোমপাড়া -২ পঞ্চায়েতকে নির্বাচন করে একটি বিশেষ কর্মশালার আয়োজন করল বেলডাঙ্গা -২ ব্লক প্রশাসন।

উপস্থিত ছিলেন ব্লক উন্নয়ন আধিকারিক মাননীয় সমীর রঞ্জন মান্না , তিনি বলেন “একবছরের মধ্যে সোমপাড়া- ২ পঞ্চায়েতকে বাল্যবিবাহ মুক্ত বলে ঘোষণা করতে চান তিনি ,যেহেতু এটা একক প্রচেষ্টায় সম্ভব নয় সকলে দায়িত্বের সাথে একই হাত ধরেই এই লক্ষ্যেই এগিয়ে যেতে হবে।” এছাড়াও উপস্থিত ছিলেন
সি.পি.ডি.ও শ্যামল দত্ত ,পঞ্চায়েত প্রধান মোঃ নৌসাদ আলি ,সিনির পর্যবেক্ষন আধিকারিক তপন হাজারা, এছাড়াও আশাকর্মী ,আই.সি .ডি .এস .কর্মী সহ সিনির অন্যান্য সদস্যবৃন্দ।

প্রত্যেকের একটি  লক্ষ্য বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠনের্।এই লক্ষ্যেই সিনির প্রতিটি সচেতন পদক্ষেপ তাদের অনুপ্ররণা বলে মত ব্যাক্ত করেন উপস্থিত বিশিষ্টজনেরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here