নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
স্কুল খুললেই করোনা সংক্রমণ বাড়বে এমন কোন প্রমাণ নেই। করোনা সংক্রমণের কারণে স্কুল বন্ধ রাখা একেবারেই অযৌক্তিক সিদ্ধান্ত, এমনই মত বিশ্ব ব্যাঙ্কের গ্লোবাল এডুকেশন ডিরেক্টর জেইম সাভেদ্রার।
বিশ্ব ব্যাঙ্কের গ্লোবাল এডুকেশন ডিরেক্টরের বক্তব্য,২০২০ সালে করোনা অতিমারির প্রাথমিক পর্যায়ে এই ভাইরাস সম্পর্কে কোন স্পষ্ট ধারণা বিজ্ঞানী ও চিকিৎসকদের। সে সময় শিশুদের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে বিশ্বের বহু দেশ তাৎক্ষণিকভাবে স্কুল বন্ধ রাখে। পরবর্তীতে একাধিক ঢেউ এসেছে করোনার এবং তা সামলেও ওঠা গিয়েছে। ইতিমধ্যেই বিশ্বের একাধিক দেশ স্কুলে স্বাভাবিক পঠনপাঠন প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ “বেঙ্গল মিনস বিজনেস”, এলন মাস্ক-কে বাংলায় বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে টুইট মন্ত্রীর
ওয়াশিংটনে সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেইম সাভেদ্রা বলেন, শিক্ষা ক্ষেত্রে করোনা অতিমারির প্রভাব পর্যবেক্ষণ করছে গ্লোবাল এডুকেশন ডিরেক্টরের টিম। তা থেকে স্কুল ‘নিরাপদ জায়গা’ নয় এমন কোন প্রমাণ মেলেনি। শিশুদের টিকাকরণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করা নিরর্থক কারণ এর পিছনে কোনও বৈজ্ঞানিক যুক্তি নেই। “রেস্তোরাঁ, বার এবং শপিং মল খোলা রাখা এবং স্কুল বন্ধ রাখার কোনও মানে হয় না। এটা যুক্তিহীন”, সরাসরি এমনটাই বলেছেন তিনি।
আরও পড়ুনঃ ‘এমারজেন্সি করোনা ভাইরাস ল’ প্রত্যাহারের পথে বরিস জনসন, সংক্রমিতদের থাকতে হবে না আইসোলেশনে
উল্লেখ্য, করোনা সংক্রমণের কারণে ৩ জানুয়ারি থেকে এ রাজ্যে বন্ধ রয়েছে স্কুল। ২৩ জানুয়ারি পর্যন্ত উত্তরপ্রদেশে বন্ধ স্কুল-কলেজ। ৩১ জানুয়ারি পর্যন্ত মধ্যপ্রদেশে বন্ধ সমস্ত স্কুল-কলেজ। ৩০ জানুয়ারি পর্যন্ত তেলঙ্গানায় বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। ৩১ জানুয়ারি পর্যন্ত বেঙ্গালুরুতে বন্ধ স্কুল। ২১ জানুয়ারি পর্যন্ত কেরলে নবম শ্রেণী পর্যন্ত বন্ধ স্কুল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584