রাত পোহালে কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২

0
83

কবির হোসেন, স্পোর্টস ডেস্ক: 

অবশেষে অনেক বিতর্কের মধ্য দিয়ে শুরু হতে চলেছে কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২। প্রত্যেক বছর জুন জুলাই অনুষ্ঠিত হলেও কাতারের আবহাওয়া ওই সময় গড় ৪৫ থেকে ৫০ ডিগ্রি কাছে ঘোরাফেরা করে তাই অত্যধিক গরমের জন্য কাতার বিশ্বকাপ ২০২২ নভেম্বর মাসে শুরু হবে এবং ১৮ই ডিসেম্বর পর্যন্ত চলবে যা অন্যান্য বিশ্বকাপের তুলনায় সময়ের ব্যবধানও কমানো হয়েছে। মাত্র ২৯ দিনে পাঁচটি মহাদেশের ৩২ টা দলের ৬৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে যা অন্যান্য বিশ্বকাপের তুলনায় অনেক কম সময়ে বলে মনে করা হচ্ছে ।যদিও তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য কাতার ফুটবল কর্তৃপক্ষ একাধিক ব্যবস্থা করেছেন এজন্য এ বছর নির্ধারিত আটটি নয়নাভিরাম অত্যাধুনিক স্টেডিয়াম কে বিশেষ পদ্ধতিতে শীততাপ নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা হয়েছে যার গড় তাপমাত্রা নির্দিষ্ট সীমার মধ্যে রাখা হবে। অন্যান্য বিশ্বকাপের তুলনায় এ বছর বিশ্বকাপ ফুটবল অনেকটাই ব্যয় বহুল ফুটবল পরিকাঠামো ও দর্শকদের যাতায়াত ও থাকার ব্যবস্থার জন্য প্রায় ২২০ মিলিয়ন ডলার খরচ করছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন যা বিগত বিশ্বকাপের খরচের চেয়ে বহুগুণ বেশি।
ডিসেম্বর ২০১০ ফিফা সভাপতি সেফ ব্লাটার কাতার ফুটবল কর্তৃপক্ষকে ২০২২ ফুটবলের দায়িত্ব দেন ।উল্লেখ্য কাতার ফুটবল সংস্থা ১১- ৮ ভোটে আমেরিকা কে হারিয়ে এই দায়িত্ব লাভ করে মরুভূমি বেষ্টিত উষ্ণ আবহাওয়ার বিশিষ্ট মধ্য এশিয়ার ছোট্ট দেশ কাতার ।খণিজ তৈল ও গ্যাস সমৃদ্ধ দেশ কাতার ১৯৭১ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হওয়ার পর অর্থনীতি থেকে পিছিয়ে পড়া ইসলামিক দেশ নিজেকে ধীরে ধীরে পরিকাঠামো উন্নয়নের নজর দেয় বিশেষ করে প্রাকৃতিক গ্যাসের বিপুল সম্ভার কাতারকে এগিয়ে দেয়। বর্তমানে গড় জিডিপিতে পৃথিবীর প্রথম স্থানে। কাতার মাত্র ৩০ লাখ নাগরিকের বসবাস । ফুটবল দেশ হিসেবে তেমন কোন ইতিহাস নেই কাতারের । বিশ্বকাপ ফুটবলে কখনো যোগ্যতা অর্জন করতেও পারেননি এমতাবস্থায় এমন একটি দেশকে দায়িত্ব দিয়ে মুখে পড়ে ফিফা। ঘুষ ও অন্যান্য কেলেঙ্কারিসহ বিভিন্ন রকম তদন্তের সম্মুখীন হতে হয়। এছাড়া ইসলামিক দেশ হওয়ায় ফুটবলার থেকে ফুটবল দর্শকদের উপর কিছু বিধি নিষেধ আরোপ করা হয়েছে প্রকাশ্য মদ্যপান খোলামেলা পোশাক ,মাদক ও সর্বোপরি অনৈতিক যৌনযাপন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বিভিন্ন রকম সব বাধা পেরিয়ে আগামীকাল ২০ শে নভেম্বর রবিবার সেই আকাঙ্ক্ষিত ফুটবল টুর্নামেন্ট দি গ্রেটেস্ট শো অন আর্থ স্বাগতিক কাতার ও ইকুয়েডের ম্যাচ দিয়ে আল বাইত স্টেডিয়ামে শুরু হতে চলেছে ।
হট ফেভারিট আর্জেন্টিনা ব্রাজিল বেলজিয়াম সহ প্রায় পাঁচটি মহাদেশে ৩২ টি দল একটি ট্রফির জন্য লড়াই করবে আগামীকাল রবিবার আটটি স্টেডিয়ামে এবছর বিশ্বকাপের প্রধান আকর্ষণের কেন্দ্র অবশ্যই লিওনেল মেসি ক্রিশ্চানো রোনাল্ডো হ্যারিকেন এমবাপে সহ একাধিক ফুটবল তারকা তাদের ফুটবল নৈপুণ্য প্রদর্শন করবেন সে রকম হারলিং হলান্ড সাদিয়া মানে মোহাম্মদ সালাহ সহ ফরাসি অধিনায়ক পল পগবা কে মিস করবেন দর্শকরা । ফিফা গত কয়েক বিশ্বকাপের ন্যায় এ বছরের নতুন কিছু নিয়ে হাজির হয়েছে কাতার বিশ্বকাপে ব্রাজিল বিশ্বকাপে যেমন গোল লাইন ক্যামেরা রাশিয়া বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি এবং কাতার বিশ্বকাপের জন্য সেমি অটোমেটিক অফসাইড ডিটেকশনের মাধ্যমে আরো নিখুঁতভাবে ফুটবল পরিচালনা করাই উদ্দেশ্য । এছাড়াও এই প্রথমবার তিনজন মহিলা রেফারীর উপস্থিতি অন্যতম চমক।এ বছরে ফুটবলের নাম দেওয়া হয়েছে আল রিহালা । সবকিছু ছাড়িয়ে প্রায় এক মাস ধরে গোটা বিশ্বের ফুটবল প্রেমীদের কাতারের উপর নজর থাকবে ফুটবলপ্রেমীদের যদিও শেষ পর্যন্ত কোন একজনের হাতেই উঠবে সেই আকাঙ্ক্ষিত ফুটবল বিশ্বকাপ এখন দেখার বিষয় কোন সে দেশের অধিনায়ক হাতে উঠবে তা বুঝা যাবে দোয়ার নিকটে অবস্থিত লুসেল স্টেডিয়ামের ১৮ ডিসেম্বর চূড়ান্ত ম্যাচের দিনে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here