মেদিনীপুর রিহ্যাবিলেটেশন সেন্টার ফর চিলড্রেন-এর উদ্যোগে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন

0
47

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:

শুক্রবার মেদিনীপুর রিহ্যাবিলেটেশন সেন্টার ফর চিলড্রেন (MRCC)-এর উদ্যোগে মেদিনীপুর শহরের পালবাড়ীতে সংস্থার সভাকক্ষে পালিত হল বিশ্ব প্রতিবন্ধী দিবস। সভার শুরুতে সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক ডাঃ শ্যামাপদ পাল ও সদ্য প্রয়াত সম্পাদিকা গীতারানী পালের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ জানানো হয়। শহিদ বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতেও পুষ্পার্ঘ নিবেদন করা হয়।

Disability Day
নিজস্ব চিত্র

প্রতিবন্ধী দিবসের তাৎপর্য সম্পর্কে বক্তব্য রাখেন একাডেমিক এডমিনিস্ট্রেটর নন্দদুলাল ভট্টাচার্য্য। বক্তব্য রাখেন সংস্থার সহ-সম্পাদক অমিত কুমার সাহু। তিনি ঘোষণা করেন মেদিনীপুর রিহ্যাবিলেটেশন সেন্টার ফর চিলড্রেন (MRCC) -এ বছর পশ্চিম বঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে “State Awardee2021” পুরস্কার পাচ্ছে।

Program
নিজস্ব চিত্র

উল্লেখ্য, এদিন কলকাতার আই বি ব্লক সল্টলেক খেলার মাঠে অনুষ্ঠিত মঞ্চ থেকে দপ্তরের মন্ত্রী শশী পাঁজা পুরস্কার তুলে দেওয়া হয় সংস্থার বর্তমান সম্পাদক অমিত কুমার পালের হাতে। পালবাড়িতে এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার সভাপতি চিত্তরঞ্জন মুখার্জী।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমিতে প্রকাশিত হল ‘কাজী নজরুলের কারাজীবন’

তিনি বলেন, এই পুরস্কার আমাদের সমবেত কাজের স্বীকৃতি। অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র নাচ, গান ও আবৃত্তি পরিবেশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌমেন ঘোষ, ডাঃ অরূপ কুমার দাস, শিক্ষক শিক্ষিকা, বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী , অভিভাবক অভিভাবিকাবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সনাতন হাজরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here