ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
উগ্র জাতীয়তাদের দাপটে ব্যহত মুক্ত চিন্তা এমনটাই মনে করেন মার্কিন মানবতাবাদী জর্জ সোরস। দাভোসে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে একথা জানান সোরস।
তিনি বর্তমান সময়ে বিশ্ব জুড়ে মুক্ত চিন্তাধারা নানান প্রতিরোধের সম্মুখীন এই বিষয়ের উপর বলতে গিয়ে ভারতের উদাহরণ তুলে আনেন মার্কিন হাঙ্গেরিও এই মানবতাবাদী।
জর্জ সোরস বলেছেন,’ ভারতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নরেন্দ্র মোদী সরকার কাশ্মীরে শাস্তিমূলক পদক্ষেপের মধ্যে দিয়ে হিন্দু রাষ্ট্র গঠনে উদ্যোগী। সরকারী পদক্ষেপের মাধ্যমে মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। এটা ভারতের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ধাক্কা।‘
Watch live now: the current state of open society around the world and optimism for the future, especially among young people and students, from @Davos #WEF20: https://t.co/REiZePV7qx
— George Soros (@georgesoros) January 23, 2020
আরও পড়ুনঃ জেএনইউ-জামিয়াতে দেশ বিরোধী স্লোগান বন্ধে সংরক্ষণ দাওয়াই কেন্দ্রীয় মন্ত্রীর
সোরসের মতে বর্তমানে আমরা ইতিহাসের রূপান্তরশীল মুহূর্তের মধ্যে বাস করছি যেখানে উন্মুক্ত সমাজ এবং জলবায়ু পরিবর্তনের মত দুটি বিষয় ‘ সভ্যতার অস্তিত্ব রক্ষা’-র ক্ষেত্রে চ্যালেঞ্জ। এক্ষেত্রে মানুষের চাহিদা মেটানোর বদলে পরিস্থিতিকে নিজেদের কাজে লাগায় রাজনীতিবিদরা। ফলে মুক্ত সমাজে বসবাসকারীদের মধ্যে ব্যাপক হতাশার সৃষ্টি হয়।
তবে মুক্ত সমাজের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে কিছু আশা আছে বলেই জানান সোরস। তাঁর মতে, দমনমূলক পরিধির মধ্যেও রাজনীতিবিদদের কিছু দুর্বলতা রয়েছে।
আরও পড়ুনঃ সোস্যাল মিডিয়ায় ভাইরাল তরুন রতন লুক
স্বৈরশাসনের সবচেয়ে বড় দুর্বলতা হলো ক্ষমতায় থাকাকালীন তারা বুঝতে পারে না কখন কিভাবে তারা নিপীড়নের মাত্রা বন্ধ করবে। তাদের এই নিয়ন্ত্রণের মাত্রাহীনতাই মুক্ত সমাজকে কিছুটা স্থায়িত্ব দেয়। এর ফলস্বরূপ নীপিড়িতরা বিদ্রোহ করে সমগ্র বিশ্বে এই ধরনের ঘটনা ঘটছে।‘
সভ্যতার অস্তিত্ব রক্ষায় জলবায়ুর গুরুত্বের কথা তুলে ধরতে গিয়ে সোরস বলেন, ‘ ২০২০ ও পরবর্তী কয়েক বছর সি জিংপিং বা ট্রাম্পেরই নয়, সমগ্র বিশ্বের ভাগ্য নির্ধারণ করবে জলবায়ু।‘
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584