বিশ্ব শৌচাগার দিবস পালন দাদপুর পঞ্চায়েতে

0
300

নিজামুদ্দিন সেখ,রেজিনগর,১৯ নভে: –

রবিবার বেলডাঙ্গা ২ পঞ্চায়েত সমিতির দাদপুর গ্রাম পঞ্চায়েতে সচ্ছাতার প্রতীক বিশ্ব শৌচালয় দিবস পালিত হল।

সকালে ব্যানার সহযোগে একটি শোভাযাত্রার দাদপুর পঞ্চায়েতে সমগ্র গ্রাম পরিক্রমা করে ।এদিন মিছিলে অংশগ্রহন করে অমরপুর ৩ নং প্রাথমিক বিদ্যালয়ের ছোট্ট ছোট্ট পড়ুয়ারা ,তারা পাশাপাশি বাড়িবাড়ি গিয়ে শৌচালয়ের উপযুক্ত ব্যবহারের জন্য অনুরোধ করেন।
উপস্থিত ছিলেন পঞ্চায়েত আধিকারিক ফাজলে বারী , রিতেশ কুন্ডু ,সাইদুল সেখ, সোহেল খান ,ইকবাল হোসেন সহ স্কুলের শিক্ষক – শিক্ষিকারা।

চলছে শোভাযাত্রা

বর্তমানে রাজ্য জেলাগুলোকে  সচ্ছতার দিকে এগিয়ে দিতে “নির্মল বাংলা ” কর্মসূচি নিয়েছে।তাকে সাফল্যের দিকে এগিয়ে দিতে বিভিন্ন সংগঠন থেকে প্রতিষ্ঠান কে এগিয়ে আসার আহবান জানানো হয়েছিল
তাতে সাড়া দিয়েই স্কুল থেকে পঞ্চায়েত সকলেই এগিয়ে এসেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here