নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষ্যে তপসিয়া গ্রামীণ হাসপাতালের পালিত হল বিশ্ব ম্যালেরিয়া দিবস।ম্যালেরিয়া মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে স্বাস্থ্য দপ্তরের নতুন অঙ্গীকার “আমার থেকে শুরু হোক ম্যালেরিয়া মুক্ত সমাজ”।
এই অঙ্গীকারকে সামনে রেখেই স্বাস্থ্য দফতরের কর্মীরা ম্যালেরিয়া মুক্ত করার জন্য বছরের বিভিন্ন সময় সমাজের মানুষকে ম্যালেরিয়া নিয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিজেদেরকে মশার কামড় থেকে রক্ষা করার উপায়,বাড়ির চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও বাড়ির চারদিকে যাতে জল না জমে থাকে তার ব্যবস্থা,ঘুমানোর সময় অবশ্যই মশারি টাঙানো ইত্যাদি নানা ধরনের সচেতনতা মূলক কাজ করে চলেছেন স্বাস্থ্য দফতরের কর্মীরা।
আরও পড়ুনঃ ঝাড়গ্রাম হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন
এদিন ম্যালেরিয়া সচেতনতা নিয়ে একটি সেমিনারও করেন স্বাস্থ্য দফতরের কর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584