নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
রিপোর্টার উইদাউট বর্ডারস-এর মত অনুযায়ী আদতে গণতান্ত্রিক দেশ হলেও স্বাধীনভাবে সংবাদকর্মীদের কাজের পরিবেশ নেই ভারতে। সাংবাদিকদের জন্য বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশের তালিকায় এল ভারতের নাম। মিডিয়া ওয়াচডগ ‘রিপোর্টার স্যানস ফ্রন্টিয়ারস’ বা আরএসএফ প্রকাশিত ২০২১ সালের তালিকায় ভারত রয়েছে ১৪২ তম স্থানে।

ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম সূচক অনুযায়ী, ২০১৬ সালে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ভারতের স্থান ছিল ১৩৩, ২০১৭ সালে তা নেমে যায় ১৩৬-এ, ২০১৮ সালে হয় ১৩৮। এবার সেই সংখ্যা পৌঁছলো ১৪২-এ। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো’র তথ্য থেকে থেকে জানা যায়, ১৯৯২-২০১৬ সাল পর্যন্ত ২৪ বছরে ৭০ জন সাংবাদিক খুন হয়েছেন ভারতে।
২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে ভারতে খুন হয়েছেন ৯ জন সাংবাদিক, ২০১৭ সালেই খুন হয়েছেন ত্রিপুরার সুদীপ দত্ত ভৌমিক ও শান্তনু ভৌমিক, উত্তর প্রদেশের নবীন গুপ্তা ও কর্ণাটকের গৌরী লঙ্কেশ। ২০১৮ সালে নিহত হয়েছেন তিনজন সাংবাদিক। ২০১৭ সালে সাংবাদিক ও সম্পাদক গৌরী লঙ্কেশেকে গুলি করে খুন করে হিন্দুত্ববাদীরা।
আরও পড়ুনঃ জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীঃ লকডাউন শেষ অস্ত্র, মানতে হবে করোনা বিধি
দলিতদের পক্ষে দাঁড়ানো, উগ্র হিন্দুত্বের সমালোচনা, নারী স্বাধীনতার পক্ষে কথা বলার ‘অপরাধে’ বহুদিন ধরেই হিন্দুত্ববাদীদের রাগ ছিল তাঁর ওপর, শেষ পর্যন্ত নিজের বাড়ির সামনেই গুলি করে তাঁকে হত্যা করে এই হিন্দুত্ববাদীরা। ঘটনার পর দেশ জুড়ে তীব্র সমালোচনার মুখে পড়ে নরেন্দ্র মোদির সরকার।আরএসএফ রিপোর্টে বলা হয়েছে মোদি সরকারের সমালোচনা করলেই তাঁকে “রাষ্ট্রবিরোধী” বা “দেশবিরোধী”র তকমা দিয়ে দেওয়া হয়। অনলাইনে সাংবাদিকদের উদ্দেশ্যে হেট স্পিচ ছড়ায় বিজেপিরই উগ্র হিন্দুত্ববাদী ভক্তরা।
আরও পড়ুনঃ আগামী ২২শে এপ্রিল থেকে শুধুমাত্র জরুরী মামলাই শুনবে সুপ্রিম কোর্ট
আরএসএফ রিপোর্ট অনুযায়ী, “২০১৪ সালে, নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পরে, হিন্দমৌলবাদীরা সাংবাদিকদের প্রতি অত্যন্ত হিংস্র হিংস্র হয়ে উঠেছে। শাসক দলকে বিরূদ্ধে কোনও তদন্তমূলক প্রতিবেদন বা ‘হিন্দুত্ব’র সমালোচনা’ প্রকাশিত হলেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে যায় অকথ্য গালিগালাজ, খুন- ধর্ষনের হুমকিও। রিপোর্টে স্পষ্ট করে এদের ‘প্রধানমন্ত্রীর ট্রোল সেনা’ বলে উল্লেখ করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584