কোলাঘাটে ‘বিশ্ব প্রবীণ দিবস’ উদযাপন

0
97

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

১লা অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার ‘বিশ্ব প্রবীণ দিবস’ ৷ ১৯৯০ সাল থেকেই এই দিনটা ‘বিশ্ব প্রবীণ দিবস’ হিসেবে পালন করা হয় ৷ মূলত গোটা দেশের বিভিন্ন প্রান্তে মাঝেমধ্যেই বৃদ্ধ বাবা-মা ও প্রবীণ পরিবার পরিজনদের বিতাড়িত হওয়ার ঘটনা বহুবার আমাদের সামনে এসেছে ৷

people | newsfront.co
‘বিশ্ব প্রবীণ উদযাপন’ ৷ নিজস্ব চিত্র

এবার সেই একাকীত্ব ও নিরাপত্তাহীনতা দূর করার লক্ষ্যে স্বনির্ভর গোষ্ঠী হিসেবে সকল প্রবীণদের একত্রিত করে বিভিন্ন কাজে লাগানো হচ্ছে ৷ এই কর্মোদ্যোগের ফলে প্রবীণদের একদিকে যেমন একাকীত্বের জ্বালা দূর হবে ,অন্যদিকে উপার্জন করার রাস্তাও খুঁজে পাবেন প্রবীণ নাগরিকগন ৷

police | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গিয়েছে ২০১৪ সাল থেকে এলাকার প্রবীণদের জন্য প্রথম স্বনির্ভর গোষ্ঠী চালু হয়েছিল, এখন ধীরে ধীরে বাড়তে বাড়তে আজ পাঁচ শতাধিকে পা দিয়েছে এই স্বনির্ভর গোষ্ঠী ৷ তাছাড়াও সবাই একত্রিত হয়ে নিজেদের মনের ভাব বিনিময়ের উদ্দেশ্যে ” বিশ্ব প্রবীণ দিবস’ দিনটি পালন করা হয় ৷

mans | newsfront.co
নিজস্ব চিত্র
girl | newsfront.co
নিজস্ব চিত্র

গান,আবৃত্তি ও নাটকের মধ্য দিয়ে প্রত্যেক বছর ‘বিশ্ব প্রবীণ দিবস’ পালন করা হয় ৷ তবে এই বছর মহামারি করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে এই দিনটি পালন করা হচ্ছে ৷এই দিন ‘বিশ্ব প্রবীণ দিবস’ পালনের মাধ্যমে এলাকার নিউ জেনারেশন অর্থাৎ যুবসমাজকে এই বার্তা দেওয়া হচ্ছে যে, আগামী দিনে এই যুবসমাজ প্রবীণ সমাজে পরিণত হবে,তাই সেই দিনটা ভেবে আজকের প্রবীণ সমাজকে যাতে বিতাড়িত না করা হয়, তাদেরকে যথাযোগ্য সম্মান দেওয়া হয়, সেই বার্তা পৌঁছানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷

two man | newsfront.co
নিজস্ব চিত্র

এই দিন এই ‘বিশ্ব প্রবীণ দিবস’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোলাঘাট বিডিও মদন মন্ডল, কোলাঘাট থানার ভারপ্রাপ্ত অফিসার সহ-একাধিক স্বাস্থ্য কর্মী ৷

আরও পড়ুনঃ কোচবিহারবাসীর দাবি মেনে মহারাজা জিতেন্দ্র নারায়ণের নামেই নামকরণ মেডিকেল কলেজের, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এইদিন বক্তব্য রাখতে গিয়ে বিডিও মদন মন্ডল বলেন, “এটা খুব ভাল উদ্যোগ, আগামী দিনে আমাদের বয়সও ধীরে ধীরে চলতে চলতে অবশেষে বৃদ্ধে পরিণত হবো, সেই কথা মাথায় রেখে আমরা যাতে এলাকার বৃদ্ধ-বৃদ্ধা থেকে শুরু করে সমস্ত বয়স্ক মানুষদের যথাযোগ্য সম্মান দিতে পারি এবং সেই বার্তাকে চারিদিকে ছড়িয়ে দিতে পারি তাহলে আগামী দিনে পৃথিবী আবার নতুন আলোয় আলোকিত হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here