বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উদযাপন

0
126

শিবশংকর চ্যাটার্জী,দক্ষিন দিনাজপুরঃ

World Thalassemia Day Celebration
নিজস্ব চিত্র

৮ মে ২০১৯ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন হল বালুরঘাট জেলা হাসপাতাল চত্ত্বরে।

World Thalassemia Day Celebration
নিজস্ব চিত্র

জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি দক্ষিণ দিনাজপুর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আজকের এই আয়োজনে সকাল নটায় শুরু হয় সচেতনতা মূলক পদযাত্রা।জেলা হাসপাতাল চত্ত্বরের নার্সিং কলেজের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়।তারপর নার্সিং কলেজের ছাত্রীদের দ্বারা পরিবেশিত হয় সচেতনতা মূলক নাটক ‘জাগরণ’।
এরপর মাননীয়া জেলা শাসক দীপাপ প্রিয়া পি সবুজ পতাকা উড়িয়ে জেলা হাসপাতালের একটি নতুন গাড়ির শুভ যাত্রা করান।

World Thalassemia Day Celebration
নিজস্ব চিত্র

অবশেষে স্বেচ্ছায় রক্তদান আন্দোলনকে উৎসাহিত করবার জন্য এবং থ্যালাসেমিয়া বিষয়ক একটি সেমিনারের আয়োজন করা হয় জেলা হাসপাতালের সেমিনার হলে।সেমিনারে অংশগ্রণ করেন জেলার বিভিন্ন স্বেচ্ছসেবী সংগঠন ও ক্লাব এবং নার্সিং কলেজের ছাত্রীরা।রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত সংগঠন রেডক্রস সোসাইটি,সেন্টজন অম্বুলেন্স, দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স আসসেসিয়েশন, উজ্জীবন সোসাইটি, মোরান, উন্মীলন, নওপাড়া তিওড় সমাজ কল্যাণ সমিতি,নারী মুক্তি মহিলা সমিতি প্রভৃতি অংশগ্রহণ করেন এই সেমিনারে।এইসব সংগঠনগুলোকে জেলা হাসপাতাল কর্তৃপক্ষর তরফ থেকে আজকের সেমিনারে সম্মননা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ মেদিনীপুরে আইএনটিটিইউসি এর মে দিবস পালন

World Thalassemia Day Celebration
নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন মাননীয়া জেলা শাসক দীপাপ প্রিয়া পি, মাননীয় মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে সহ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি প্রবোধ মোহন্ত, অমূল্য রতন বিশ্বাস,সূরজ দাশ, প্রদীপ সাহা,দেবাশীষ সরকার প্রমুখ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here