মনিরুল হক,কোচবিহারঃ
আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। গোটা বিশ্বের সাথে কোচবিহারেরও পালিত হল বিশ্ব থ্যালাসিমিয়া দিবস। বুধবার কোচবিহার এমজেএন হসপিটাল অ্যান্ড মেডিক্যাল কলেজের পক্ষ থেকে নাগরিক সচেতনতা বাড়াতে একটি অ্যাওয়ারনেস রযাা লির আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিন হাসপাতাল চত্বর থেকে পদযাত্রাটি বের হয়ে শহর পরিক্রমা করে।হাসপাতালের কর্মীরা বাদেও রোগীর পরিজনরা এই পদযাত্রায় অংশ নেন। থ্যালাসেমিয়া নির্মূল করতে সাধারণ মানুষের কি কি করনীয় তা সেই পদযাত্রা থেকে তুলে ধরা হয়। লিফলেটও বিলি করা হয় সেখান থেকে।
চিকিৎসকদের মতে,রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকলেই সাধারনত থ্যালাসেমিয়া হয়।দেশের ১০ ভাগ মানুষ থ্যালাসেমিয়ার জিন বহন করছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান ল্যাব ওয়ান ফাউন্ডেশন অব থ্যালাসেমিয়ার। সে হিসেবে দিনে ২০ জনের বেশি শিশু থ্যালাসেমিয়া রোগ নিয়ে পৃথিবীতে আসছে।
এই প্রাণঘাতী রোগ সমন্ধে সচেতনতা অত্যন্ত জরুরী বলে মনে করেন কোচবিহার এমজেএন হসপিটাল অ্যান্ড মেডিক্যাল কলেজের দায়িত্বপ্রাপ্ত সহকারী অধ্যাপক ডাঃ বিশ্ব প্রিয় সিনহা। তিনি বলেন,“বিয়ের আগে পরীক্ষা করলে রক্ত, সন্তান থাকবে থ্যালাসিমিয়া মুক্ত’।তাই বিবাহের পূর্বে শারীরিক পরীক্ষা করা অত্যন্ত জরুরী।
আরও পড়ুনঃ বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে সচেতনতা পদযাত্রা আলিপুরদুয়ারে
থ্যালাসিমিয়া নিয়ে মানুষ বিশেষ ভাবে সচেতন নয়। তাদের মধ্যে থ্যালাসিমিয়া বিষয়ে ধারনা তৈরী করার জন্যই একটি সচেতনতা শিবিরেও আয়োজন হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584