রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
প্রতি বছরের ন্যায় এবছরও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সন্তরণ প্রতিযোগিতা শুরু হল আজ মুর্শিদাবাদের আহিরণ ঘাট থেকে ভোর ৫ টা ১৫ মিনিটে। এবছর ৭৬ তম বর্ষে পদার্পণ করল পৃথিবীর বৃহত্তম জাতীয় ওপেন ওয়াটার এই প্রতিযোগিতার।
তিনটি বিভাগে বিভক্ত এই প্রতিযোগিতায় প্রতিযোগীর সংখ্যা ১৯ কিলোমিটার পুরুষ বিভাগে ৩৫ জন, ১৯ কিলোমিটার মহিলা বিভাগে ৯ জন এবং ৮১ কিলোমিটার পুরুষ ও মহিলা বিভাগের প্রতিযোগী ৩৫ জন।
৮১ কিলোমিটার প্রতিযোগিতায় মোট ৩৫ জন প্রতিযোগীর মধ্যে বাংলাদেশের তিনজন, ত্রিপুরার তিনজন, কর্নাটকের একজন, গুজরাট থেকে পাঁচজন, মহারাষ্ট্র থেকে নয় জন এবং বাকি পশ্চিমবঙ্গ থেকে ১৪ জন।এছাড়াও নেদারল্যান্ডসের বাসিন্দা মিলকো ভ্যান গুল ৮১ কিলোমিটার পুরুষ বিভাগে প্রতিযোগিতা করছে।
দুপুর ১ টা নাগাদ ১৯ কিলোমিটার পুরুষ ও মহিলা বিভাগে প্রতিযোগিতা শুরু হবে জিয়াগঞ্জের ঘাট থেকে।
এই সন্তরন প্রতিযোগিতাকে কেন্দ্র করে মুর্শিদাবাদবাসীর মধ্যে থাকে বিপুল উৎসাহ ও উত্তেজনা। সকলের নজর কে ছিনিয়ে নেবে প্রথমের শিরোপা।সমাপ্তি স্থান বহরমপুর কলেজঘাটে উপচে পড়া মানুষের ভীড়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584