সুদীপ পাল,বর্ধমানঃ
দীর্ঘদিন ধরে বাঁশের সেতু পেরিয়েই যাতায়াত করতে হয়। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়ে এই বিষয়টি নিয়ে আবেদন জানানো হয় যে, সেতুর মেরামত দরকার বা সেতু বদলানো দরকার কিন্তু তাতে কোনো কাজই হয়নি বলে অভিযোগ দামোদরের কাছে গোলসি ২ এর গ্রাম পঞ্চায়েতের গোপাডাল সহ এলাকার বাসিন্দাদের।বাসিন্দাদের বক্তব্য বাঁকুড়ার সঙ্গে পূর্ব বর্ধমানের যোগাযোগের প্রধান মাধ্যম বর্ধমানের কৃষক সেতু এবং পশ্চিম বর্ধমানের সাথে যোগাযোগের মাধ্যম হলো দুর্গাপুর ব্যারেজের উপরে থাকা সেতুটি কিন্তু গোলসি থেকে দুটো সেতুর দূরত্ব ৫০ কিলোমিটারেরও বেশি।
এলাকাবাসীদের সুবিধের কথা ভেবে একটি বাঁশের সেতু নির্মাণ করা হয়েছিল গোহগ্রাম পঞ্চায়েতের তরফ থেকে। প্রতিবছর বর্ষার আগে সেটি খুলে নেওয়া হয় বর্ষা পেরিয়ে গেলে আবার তা লাগানো হয়। স্থানীয় এক নিত্যযাত্রী বলেন, এখানে প্রতিদিনই শতাধিক যাত্রী এবং কয়েক’শ সাইকেল, মোটরসাইকেল পারাপার করে।সেতুটি বাঁশের হওয়ায় অনেকেই ভয় পান।এবারে স্থায়ী সেতু দরকার।স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়,দামোদরের ওপর স্থায়ী সেতু নির্মাণ করার অধিকার পঞ্চায়েতের নেই।এটি নিয়ে উচ্চস্তরের আলোচনা করার অবকাশ রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584