নিজস্ব সংবাদদাতা,দাসপুরঃ
কেন্দ্র ও রাজ্য যেখানে শিশু শিক্ষায় ব্রতী,দিকে দিকে সুসংহত শিশু বিকাশ পকল্পের(আই সি ডি এস) অধীন গৃহগুলির আধুনিকীকরণে ব্যস্ত সেখানে মুখ্যমন্ত্রীর জেলা প্রশাসনিক বৈঠকের ঠিক আগেই পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের ধর্মা গ্রামের এক আই সি ডি এস কেন্দ্রের চরম দূরাবস্থা ও অবহেলার চিত্র ধরা পড়ল।দাসপুর-১ নম্বর ব্লকের ধর্মা গ্রামের আই সি ডি এস কেন্দ্রের গৃহ ইঁটে গাঁথা হলেও নেই প্লাস্টারের পরত।মাথার ছাউনি এসবেস্টররের হলেও তার কিছু অংশে খোলা আকাশ দেখা যাচ্ছে।
সেই খোলা অংশদিয়ে বৃষ্টির জল এসে গোটা কেন্দ্রকে জলমগ্ন করে।শুধুমাত্র পরিকাঠামোর দূরাবস্থাই নয়,আরো আছে।স্থানীয়দের অভিযোগ,দৈন পরিকাঠামোর সাথে পাল্লাদিয়ে কেন্দের দিদিমণিও নিয়মিত ঠিক সময়ে আসেন না কেন্দ্রে।আর রান্নাবান্না দূরে থাক ওই কেন্দ্রের দিদিমণি ময়না দোলুই এর শিশুদের পাঠদানেও আছে গাফিলতি।প্রায় দিনই রান্না বন্ধ থাকে।
স্থানীয়রা এ বিষয়ে ওই কেন্দ্রের সুপারভাইজার তপতী বেরাকে এই ব্যাপার জানান।তবে দাসপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিস সূত্রে জানাগেছে,এ বিষয়ে কোন অভিযোগ তাঁরা পাননি।
আরও পড়ুনঃ তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত সাংবাদিক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584