বর্ধমানে কৃষক সেতুর বেহাল অবস্থা

0
68

সুদীপ পাল,বর্ধমানঃ

মাসখানেক আগেই সংস্কার করা হয়েছিল কিন্তু কিছুদিন যেতে না যেতেই ফের বিপদজনক হয়ে উঠেছে বর্ধমানের কৃষক সেতু।কয়েক মাস আগেই সেতুটির পলেমপুরের দিকের তৃতীয় থামের সোজাসুজি থাকা স্পিড ব্রেকারের পিচ উঠে বেরিয়ে এসেছিল সংযোগকারী পাত। সাধারণভাবে সেটি মেরামত করা হলেও কয়েক মাসের মধ্যেই ফের ফাটল স্পষ্টরূপে দেখা যাচ্ছে।এলাকাবাসীর অভিযোগ,এই সেতুর ওপর নির্ভর করে হুগলি বাঁকুড়া এমনকি পুরুলিয়ারও নিত্য যোগাযোগ রক্ষা হচ্ছে।এতগুলি জেলার যোগাযোগ রক্ষাকারী, তার ফলে গাড়ির চাপ ব্যাপকভাবে এই সেতুর ওপর অনুভূত হয়। মালবাহী ট্রাক থেকে শুরু করে বাস এমনকি ব্যক্তিগত গাড়ি সবই চলে এই সেতুর ওপর দিয়ে।

কৃষক সেতুর ফাটল। নিজস্ব চিত্র

অথচ বর্তমানে যেভাবে ফাটল দেখা যাচ্ছে তাতে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সবাই।ফাটলটি ক্রমশই বড় আকার নিচ্ছে।এলাকাবাসীর বক্তব্য,দায়সারা করে সেতু সরালে হবে না তার জন্য প্রয়োজন উপযুক্ত রক্ষণাবেক্ষণ।দিনের বেলায় তাও এটি বোঝা যাচ্ছে গর্ত, রাতে সমস্যা আরও বাড়ছে।
পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তরফে জানানো হয়,লোহার যে পাতটি সরে গিয়েছে দ্রুত সেটা মেরামত করে দেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here