নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পোস্তোর পর কলকাতার মাঝেরহাট ওভারব্রীজ ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আতঙ্কে উদ্বিগ্ন হয়ে পড়েছেন চন্দ্রকোণা রোড এলাকার মানুষজন।৬০ নম্বর জাতীয় সড়কের ওপর চন্দ্রকোনা রোডে কুবাই নদীর ওপর সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। চন্দ্রকোনা রোডে ৬০ নম্বর জাতীয় সড়কের ওপরে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ যোগাযোগের মাধ্যম এই সেতু ব্রিটিশ আমলে তৈরি।দীর্ঘদিন অবহেলার জেরে বেড়িয়ে পড়েছে দাঁত-নখ।এই কুবাই পুলে চুন সুড়কির দেওয়ালে ফাটল দেখা দেয়।
ব্রিজের নীচের অংশ অনেকটা ফাটল দেখা দিয়েছিল।সেতুর বেশ কয়েকটি জায়গায় রয়েছে ফাটল।সেতুর ওপর দিয়ে ভারী ভারী যানবাহন প্রতিনিয়ত যাতায়াত করে।সেতুটি অত্যন্ত সংকীর্ণ,এতেও সমস্যা পথচারীদের। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য সেতুটি যেন অবিলম্বে সংস্কার করা হয়।
আরও পড়ুনঃ ডুলুং নদীর জল বেড়ে প্লাবিত চিল্কিগড় ব্রীজ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584