সুদীপ পাল,বর্ধমানঃ
বর্ধমান সিউড়ি ২বি জাতীয় সড়কে কুনুর নদীর উপর অবস্থিত কুনুর সেতু।প্রায় ৪০ ফুট প্রস্থের এই সেতুটিকে উপর থেকে দেখলে ঝাঁ চকচকে দেখায়,কিন্তু সেতুর নিচে গেলে তার আসল জরাজীর্ণ দশাটি বেরিয়ে পড়ে। প্রায় ৪৫ বছর আগে এই সেতু নির্মাণ করা হয়েছিল তারপর থেকে আর কোন রকম সংস্কারের কাজ করা হয়নি।অথচ রোজ গড়ে প্রায় ১৫ হাজারেরও বেশি যানবাহন চলাচল করে। বর্ধমান ও বীরভূম এর মধ্যে সংযোগ রক্ষা করে চলেছে সেতুটি। এদিন সরজমিনে কুনুর সেতুতে গিয়ে দেখা যায় সেতুর ওপরটি রং করা কিন্তু সেতুর নিচের অবস্থা জরাজীর্ণ। সেতুর নীচের অংশএকপ্রকার ঝাঁঝরা হয়ে গিয়েছে এবং ঢালাই এর অংশ থেকে বেরিয়ে এসেছে রড। সিমেন্ট খসে গিয়ে ইঁট বেরিয়ে পড়েছে।স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন,কোন রকম সংস্কার করা এর আগে হয়নি সেতুর।
সম্প্রতি মাঝেরহাট সেতু দুর্ঘটনার পরে আতঙ্কিত স্থানীয় বাসিন্দাদের বক্তব্য,কুনুর ব্রিজে উঠতে ভয় লাগে।এই সেতুটি যেহেতু সরাসরি বীরভূম শান্তিনিকেতন যাচ্ছে তাই যে কোনো বিশ্বভারতীর উৎসবে এই সেতুর ওপরে চাপ পড়ে।এই সেতু অতিক্রম করে বর্ধমান থেকে সরাসরি এই রাস্তাটি দিয়েই পৌঁছানো যায় শান্তিনিকেতন। বিষয়টি প্রশাসনিক স্তরে জানানো হলে আউসগ্রাম ১ বিডিও চিত্তজিৎ বসু বলেন, গুসকরার কুনুর নদীর উপর সেতুর অবস্থা খারাপ।সেতুর ছবি তুলে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে আগেই পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ রেল পুলিশ,সিবিআই শাখার তৎপরতায় ফিরে পেল হারানো ক্যামেরা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584