গলসি থেকে শিকারপুর রাস্তার বেহাল অবস্থা,ক্ষুব্ধ নিত্যযাত্রীরা

0
86

সুদীপ পাল,বর্ধমানঃ

পিচ উঠে গিয়েছে অনেক দিন আগেই।তার ফলে ছোট গর্তগুলি ধীরে ধীরে বড় আকার নিচ্ছে। এলাকার বাসিন্দারা বলছেন, ‘এই রাস্তা মরণফাঁদ। জানিনা এর থেকে কবে আমাদের মুক্তি হবে।’ গলসি থেকে শিকারপুর পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার রাস্তার অবস্থা সম্পূর্ণ বেহাল। অথচ গলসি ২ এর দরবারপুর, শ্রীধরপুর, বোমপুর, প্রভৃতি পনেরো-কুড়িটি গ্রাম এই রাস্তার উপরে নির্ভর করেন। বর্ধমান এবং গলসি যাতায়াতের জন্য এই রাস্তাই সহজ হয়।তাছাড়া গলসিতে ব্যাংক থেকে শুরু করে সরকারী অফিস,থানা সবই রয়েছে।ফলে বাসিন্দাদের নিয়মিত এই রাস্তায় যাতায়াত করতে হয়।

বেহাল রাস্তা। নিজস্ব চিত্র

শুধু তাই নয়,এই রাস্তা দিয়ে শিকারপুর-বর্ধমান রুটের তিনটি এবং গরম্বা-কৃষ্ণনগর রুটের একটি বাস চলাচল করে। চলে টোটো এবং অটো। টোটোর এক যাত্রী গলসির বাসিন্দা শেখ সুজাউদ্দিন বলেন, “রাস্তার যা হাল,তাতে মনে হচ্ছে এই বুঝি টোটো উল্টে গেল। রাস্তা মেরামত না হলে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা।” গলসি ২ পঞ্চায়েত সমিতির সভাপতি বাসুদেব চৌধুরী জানান, জেলা পরিষদকে এই রাস্তা সারানোর বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জানানো হয়েছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়ারও আশ্বাস মিলেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here