পাঁচ বছর ধরে বেহাল রাস্তা যেন মরণফাঁদ,শুধু সারাইয়ের আশ্বাস কর্তৃপক্ষের

0
74

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

Worn out condition of road at alipurduar
নিজস্ব চিত্র

বেহাল আলিপুরদুয়ারের নিউ আলিপুরদুয়ার স্টেশন রোডের রাস্তা।

Worn out condition of road at alipurduar
বেহাল দশা।নিজস্ব চিত্র

কোথাও রাস্তার মাঝে এক হাঁটু গর্ত তো আবার কোথাও রাস্তার কিনারায় খাল হয়ে গেছে ভাঙ্গা রাস্তা। শোভাগঞ্জের নিউ আলিপুরদুয়ার মোড় থেকে রাধামাধব মন্দির পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা খান খন্দে ভরে গেছে।তবুও রাস্তা সারাইয়ের কোন উদ্যোগ নেই কর্তৃপক্ষের।যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা পর্যন্ত ঘটতে পারে।

Worn out condition of road at alipurduar
নিজস্ব চিত্র

সোমবার আলিপুরদুয়ার গনজাগরন মঞ্চের পক্ষ থেকে রেল ও জেলা প্রশাসনের বিভিন্ন মহলের কাছে রাস্তা সারাইয়ের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।আলিপুরদুয়ার গন জাগরন মঞ্চের সম্পাদক বাবুন দাস বলেন,“নিউ আলিপুরদুয়ার উত্তরপূর্ব ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ন রেল স্টেশন।এই রাস্তা দিয়ে ভর্তি ও খালি প্রচুর লরি যাতায়াত করে।রাস্তাটি সারাইয়ের দায়িত্ব রেলের।কিন্তু দীর্ঘ ৫ বছরের বেশি সময় থেকে এই রাস্তা সারাই করছে না রেল।
আমরা রেলের কাছেও বিষয়টি নিয়ে স্মারকলিপি দিয়েছি।রাস্তা সারাই না হলে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে।”

উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার এএম ঠাকুর বলেন,“এই রাস্তা রেলের।রাস্তা সারাইয়ের জন্য আবেদন পাঠানো হয়েছে। অর্থ মঞ্জুর হলেই সেই রাস্তা মেরামতের কাজ শুরু করা হবে।”

আরও পড়ুনঃ প্রতিশ্রুতি মেলে রাস্তা আর মেলে না আক্ষেপ খন্ডঘোষের গ্রামগুলিতে

জানা গেছে নিউ আলিপুরদুয়ার স্টেশনে প্রবেশের এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ন।ফলে ব্যাপক অংশের মানুষ এই বেহাল রাস্তার কারনে প্রতিদিন ভোগান্তিতে পরেন বলে অভিযোগ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here