গ্রামের বেহাল রাস্তা যেন মরন ফাঁদ

0
63

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
স্বাধীনতার পর আজও গ্রামে নেই কোন উন্নয়নের ছিঁটে ফোটা।যোগাযোগের একমাত্র মাধ্যম গ্রামের রাস্তা।সেটার বর্তমান পরিস্থিতি বেহাল।যেটুকু ইট রয়েছে সংস্করনের অভাবে সে রাস্তায় হাড় বেড়িয়েছে।ইটের টুকরো বড় বড় গর্তে জল ভর্তি।আজও হাজারেরো বেশি গ্রামবাসীদের গ্রামের মেটে প্যাচপ্যাচে রাস্তা দিয়ে চলাচল করতে হয়।

Worn out condition of road at bakchar 4
আজমীরা বিবি,পথচারী। নিজস্ব চিত্র

একাধিকবার অভিযোগ জানানো সর্তেও আজও গ্রামবাসী বঞ্চিত কংক্রিটের রাস্তা থেকে।কুল্পি ব্লকের রাজারামপুর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম বকচর।স্বাধীনতার পর গ্রামে বেড়েছে জনসংখ্যা কিন্তু বাড়েনি কোন উন্নয়নে কাজ।বর্তমানে প্রায় দু’হাজার-এরও বেশি মানুষের বাস এই বকচর গ্রামে।জীবিকা বলতে চাষাবাদ।গ্রামে রয়েছে ৮০ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায় মানুষ।ভোটের আগে গ্রামে উন্নয়নের ভুঁড়ি ভুঁড়ি প্রত্যাশা দিয়েছিল রাজনৈতিক দলগুলি।ভোট আসলেই প্রতিশ্রুতি,ভোট ফুরালে সব শেষ।এভাবেই চলছে বকচর গ্রামের মানুষদের লড়াই।একটা সময় ডায়মন্ড হারবার,রাধানগর আসার সহজ উপায় ছিল এই গ্রামের রাস্তা,পার্শবর্তী আট দশটি গ্রামের মানুষদের যাতায়াতের অন্যতম পথ ছিল এটাই।

Worn out condition of road at bakchar 3
নিজস্ব চিত্র

যদিও আজ সবটাই অতীত।গ্রামে রাস্তার বেহাল দশায় জনজীবন বিপন্ন হয়ে পরেছে।গ্রামে রয়েছে একটি অবৈতনিক বিদ্যালয়। তিনটি অঙ্গনারী স্কুল।ফলে যোগাযোগের অভাবে বিঘ্নিত বাচ্চাদের পড়াশুনাও।স্কুল কলেজ পড়ুয়াদের একই অবস্থা।রাস্তায় দু’ফুট তিনফুট গর্তে জমা জল দুর্ঘটনা ঘটে প্রায়।সবচেয়ে সমস্যা বর্ষাকালে।গর্ভবতী মহিলা হোক বা গ্রামে কোন মুমূর্ষু রুগি সবার সমস্যা গ্রামের এই বেহাল রাস্তা।গ্রামের রাস্তা বেহাল হওয়াই হচ্ছেনা কোন বিয়ের অনষ্ঠান।ফলে বকচরের রাস্তা এখন গ্রামবাসীর কাছে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।২০১৪ সালে ২০০০ ফুটের রাস্তা এম জি এন আর জি এস প্রকল্পের দ্বারা কংক্রিট করার কথা জানায় রাজারামপুর গ্রাম পঞ্চায়েত।সেখানেও পরে বাধা।মাত্র ৭ লক্ষ টাকা ৭০০ মিটার কাজ হয়েছে বলে দাবি করেন সদস্য থেকে বুথ সভাপতি কিন্তু গ্রামে কাজ হয়নি বলে দাবী গ্রামবাসীদের। অভিযোগ পাল্টা অভিযোগে উন্নয়ন আটকে রয়েছে এই গ্রামে।একাধিকবার অভিযোগ করেও আজও বঞ্চিত গ্রামবাসী।

Worn out condition of road at bakchar
মাধবী সর্দার,স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যা। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বেহাল রাস্তা ভাঙছে বিবাহের সম্বন্ধ

মাঝে মাঝে হিড়িক পরলে লোক দেখানো সার্ভে হয় বলে দাবি করেন গ্রামবাসীদের।বাধ্য হয়ে গ্রামের মানুষরা এদিন পথে নামলেন।আগামী দিন আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

Worn out condition of road at bakchar 2
জহুর আলি,স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে রাস্তা নিয়ে এতো কর্মসূচি গ্রহণ করেছেন আর এখনো এখানে গ্রামের বেহাল রাস্তা।সেকথা মাথায় রেখে কুল্পি প্রশাসন কি ভোটের আগে বেহাল রাস্তা চলাচলের যোগ্য করে তুলবে!সেদিকে তাকিয়ে রয়েছে বকচর গ্রামবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here