চাষী থেকে চালক বেহাল রাস্তায় নাজেহাল সকলেই

0
77

শ্যামল রায়,কালনাঃ

নাদন ঘাট মোড় থেকে বর্ধমান যাবার কামালপুর থেকে মন্তেশ্বর পর্যন্ত দীর্ঘ কুড়ি কিলোমিটার রাস্তা চরম বেহাল।তিতিবিরক্ত হয়ে পড়ছেন যাত্রীসাধারণ থেকে শুরু করে যানবাহন চালকরা। সেই সাথে ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা।
রাস্তার পিচ পাথর উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে রাস্তায়।চার চাকার গাড়ি থেকে শুরু করে যে কোনো যানবাহন চালকদের কাছেই চরম ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে বেহাল রাস্তার কারণে।গাড়ির যন্ত্রাংশ ভেঙ্গে রাস্তায় পড়ে থাকছে ফলে ব্যাপক যানজট তৈরি হচ্ছে বলে অভিযোগ।এই রাস্তাটি দু পাশেই রয়েছে একাধিক হাই স্কুল ও প্রাথমিক স্কুল রয়েছে কুসুমগ্রাম বাস স্ট্যান্ড এবং অফিস আদালত।প্রতিদিন বিভিন্ন গ্রামগঞ্জ থেকে বহু বাসিন্দাদেরকে যেতে হয় বাসে করেই ও সমস্ত এলাকায়।রাস্তা বেহাল থাকার কারণে চরম সমস্যার মধ্যে পড়তে হয় সকলকেই।

Road is extremely bad
দুর্বিষহ যাতায়াত।নিজস্ব চিত্র

তাই বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সাধারণ মানুষ।কবে নাগাদ রাস্তা মেরামত হবে এখনো জানেন না কেউ।এখন এই রাস্তার দু’পাশে আলুর ক্ষেত থেকে আলু তোলার কাজ চলছে।চলছে পেঁয়াজ তোলার কাজ।তাই ট্রাক্টর করে ঐ সমস্ত আলু পেঁয়াজ নিতে গিয়েও রাস্তা দিয়ে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে চাষীদের।অথচ বেহাল রাস্তার কারণে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এলাকা চাষীদের কেউ।তপন ঘোষ জানিয়েছেন যে রাস্তাটি এতটাই বেহাল হয়ে পড়েছে যে প্রতিদিন যাতায়াত করতে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাই প্রশাসনিক আধিকারিকদের কাছে দাবি দ্রুত বেহাল রাস্তা যেন সংস্কার করা হয়।

আরও পড়ুনঃ রাস্তার দাবীতে পঞ্চায়েত দফতরে তালা

মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সৈকত পাঁজা জানিয়েছেন যে,বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি আশা করছি খুব তাড়াতাড়ি বেহাল রাস্তার কাজ শুরু হয়ে যাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here