মনিরুল হক,কোচবিহারঃ
সামান্য বৃষ্টিতেই জল দাঁড়িয়ে পড়ছে।বড় বড় গর্ত আর কাঁদায় চলাচল অযোগ্য হয়ে উঠেছে মাথাভাঙার কলেজ মোড় এলাকার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার(এনবিএসটিসি)ডিপো।দীর্ঘদিন থেকে এই বেহাল অবস্থা হয়ে থাকায় কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংস্থার অনেক কর্মী ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, চারদিকে এত উন্নয়নের কথা শোনা যায়। কিন্তু এই ডিপোর কোন উন্নয়ন হয় না।চলাচল অযোগ্য হয়ে উঠেছে।যেকোন সময় বড় দুর্ঘটনাও ঘটতে পারে।
এদিন ডিপোর ওই বেহাল অবস্থার কথা জেনে এনবিএসটিসির চেয়ারম্যান অপূর্ব সরকার বলেন,“এই প্রথম ডিপোর ওই বেহাল অবস্থার কথা জানলাম। পরিষেবার মান উন্নয়নের কথা মাথায় রেখে খুব দ্রুত সংস্কারের জন্য সংস্থার ম্যানেজিং ডিরেক্টরকে নির্দেশ দেওয়া হবে।”
মাথাভাঙার কলেজ মোড়ের ডিপো থেকে কোচবিহার, জলপাইগুড়ি শিলিগুড়ির মত বড় শহর গুলোর মধ্যে চলাচল করে।তেমনি সিতাই-শীতলখুচি, চ্যাংরাবান্ধা,ঘোকসাডাঙ্গা সহ ছোট ছোট রুটেও বেশ কিছু বাস চলাচল করে। ফলে মাথাভাঙার ওই ডিপো অনেক বেশী গুরুত্বপূর্ণ।
আরও পড়ুনঃ বকেয়া বেতন,ভুখা পেটে কাজ করতে নারাজ তুরতুরি চা বাগানের শ্রমিকরা
ওই ডিপোর এক কর্মীর কথায়, সকালে ডিপো থেকে বাস গুলো বের করতে ও রাতে সেখানে গ্যারেজ করতে চালক ও অন্যান্য কর্মীদের সমস্যায় পড়তে হয়। এভাবে চলতে থাকলে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584