সুদীপ পাল, বর্ধমানঃ
পাশের ঝাঁ চকচকে রাস্তা দিয়ে দ্রুত গতিতে ছুটে চলেছে যানবাহন। কিন্তু পাশের সার্ভিস রোডের অবস্থা তথৈবচ। এক একটি বিশাল গর্ত। সতর্ক হয়ে গাড়ি না চালালেই বিপদে পড়ার আশঙ্কা।বরাকর থেকে পানাগড়, ২ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডের এমন হাল প্রায় সর্বত্রই।
রানিগঞ্জের রানিসায়ের মোড়ে সার্ভিস রোড সংস্কারের দাবিতে ডিওয়াইএফের তরফে রাস্তার পাশে দাঁড়িয়ে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছে।
জাতীয় সড়ক কর্তৃপক্ষ বলছে, জমি-সহ নানা সমস্যায় কাজ করা যাচ্ছে না। সে সব মিটলেই সার্ভিস রোড সংস্কার হবে। দুর্গাপুরের ভিড়িঙ্গি মোড়, ডিভিসি মোড়েও সার্ভিস রোডের একাংশ বেহাল বলে জানান যাত্রীরা। অণ্ডাল মোড়ে দুর্গাপুরের দিকে যাওয়ার সার্ভিস রোডের ভয়াবহ দশা। এখানে প্রায় দু’ফুট গভীর গর্ত সৃষ্টি হয়েছে। রানিগঞ্জ থেকে জামুড়িয়া যাওয়ার সময় সড়কের উপর ব্যারিকেড করে দেওয়ায় সার্ভিস রোড ধরতে হয়। কিন্তু এখানেও সার্ভিস রোডের অবস্থা বেহাল। আগে ২ নম্বর জাতীয় সড়ক ছিল চার লেনের।
যাত্রীরা বলছেন, তখন সার্ভিস রোডের হাল তুলনায় ভাল ছিল। কিন্তু ছ’লেনে সম্প্রসারণ প্রকল্পের জেরে নতুন করে সার্ভিস রোড তৈরি করতে হয় জাতীয় সড়ক কর্তৃপক্ষকে। অভিযোগ নতুন করে তৈরি করা সার্ভিস রোড অল্প সময়েই ভেঙে যাচ্ছে।
বেহাল রাস্তার জেরে মাঝে-মাঝেই গাড়ির যন্ত্রাংশ ভেঙে যায়। তাতে খরচ বাড়ছে বলে জানাচ্ছেন বাস মালিক থেকে লরি ও ডাম্পার মালিকরা।
আরও পড়ুনঃ চিনের আর্জিতে কাশ্মীর ইস্যুতে রুদ্ধদ্বার বৈঠকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ
তৃণমূলের জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি যাত্রীদের সমস্যার কথা জানিয়ে চিঠি দিয়েছেন জেলা প্রশাসনকে। বড় বিপদ ঘটতে পারে। অথচ, জাতীয় সড়ক কর্তৃপক্ষের হেলদোল নেই বলে তিনি অভিযোগ করেন। জাতীয় সড়ক কর্তৃপক্ষ বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584