নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
কাশ্মীরের পুলওয়ামা জেলায় আধাসামরিক বাহিনীর কনভয়ের উপর জঙ্গিগোষ্ঠীর আত্মঘাতী হামলার ঘটনায় ৪৯ জন জওয়ান প্রাণ হারান। এই ভয়াবহ দূর্ঘটনায় সারাদেশ শোকস্তব্ধ।সেই বীর সৈনিকদের আত্মার শান্তির কামনায় গোটা দেশে নানা কর্মসূচি পালন করে আসছে।
এর পাশাপাশি সেই বীর সৈনিক জওয়ানদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন গোটা দেশবাসী,অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের মহিলাদের উদ্যোগে জঙ্গিগোষ্ঠীর আত্মঘাতী হামলার ঘটনায় ৪৯ জন বীর জওয়ানের আত্মার শান্তি কামনায় মহাযজ্ঞের আয়োজন করল।
আরও পড়ুনঃ সাতগাছিয়ায় বীর শহীদ সৈনিকদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন
এই মহাযজ্ঞের প্রধান পুরোহিত প্রণব রায় বলেন সন্তানদের জন্য যেমন মায়ের মন কেঁদে উঠে,তেমনি কাশ্মীরে যেসব বীর জওয়ানদের মৃত্যু হয়েছে উনারাও কারও ছেলে,অর্থাৎ সেই বীর পুত্রদের জন্যই এই মহান যোগ্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584