নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে আমরা বাগদেবীর আরাধনায় লিপ্ত হয়ে মা সরস্বতীর পুজো করে থাকি। সরস্বতী জ্ঞান, সংগীত, শিল্পকলা, বুদ্ধি ও বিদ্যার দেবী। দেবীর আরাধনাকে কেন্দ্র করে সরস্বতী পুজো উত্সব পালিত হয়।

বুধবার সরস্বতী পুজো উপলক্ষে সকাল থেকেই স্কুল , কলেজ-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয় পুজো। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সরস্বতী পুজো শুরু হয়। এ দিন ছাত্রছাত্রীরা, শিক্ষক-শিক্ষিকারা অঞ্জলি দিয়ে দেবীর আরাধনায় মেতে ওঠে।

এছাড়াও সকাল থেকেই গৃহস্থ পরিবারের সদস্যরা সকালে উঠে স্নান সেরে পুজোয় অংশগ্রহণ করেন। অন্যদিকে সকাল থেকেই পাড়ার মোড়ে মোড়ে কচিকাঁচারা আনন্দে মেতে ওঠে। নিজেরাই প্যান্ডেল করে পুজোয় অংশগ্রহণ করে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584