অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
গাব্বাতে ঋষভ পন্থের ম্যাচ জেতানো ইনিংসের পরে বাংলার উইকেট কিপার ঋদ্ধিমান সাহার ভারতীয় টেস্ট দলে প্রথম একাদশে সুযোগ পাওয়া প্রশ্ন চিহ্নর মুখে পরে গিয়েছে। তবে এই সব নিয়ে বেশি ভাবতে চান না পাপালি।
পন্থের সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বিতা নিয়েও যে আলোচনা চলছে, ঋদ্ধির দাবি, পন্থের সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং একে অপরকে সর্বদা সাহায্য করতে বদ্ধপরিকর।
অস্ট্রেলিয়া সফর থেকে দেশে ফেরার পর ঋদ্ধি বলছেন, ‘ওকে জিজ্ঞাসা করতে পারেন। আমাদের মধ্যে সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। প্রথম একাদশে যেই সুযোগ পাই না কেন, একে অপরকে সর্বদা সাহায্য করি। ব্যক্তিগতভাবে আমাদের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই। যদি কিছু থাকে সেটা হল দলের হয়ে ভালো খেলা ভারতকে আরও বেশি ম্যাচ জেতানো।’
আরও পড়ুনঃ ভারতের তরুণদের সামনে অস্ট্রেলিয়ানরা প্রাইমারি স্কুলের ছাত্র বলছেন চ্যাপেল
ঋদ্ধি আরও বলেন, “কে এক নম্বর বা কে দু’নম্বর, আমি কখনও এভাবে বিবেচনা না। দল তাকেই সুযোগ দেয়, যে ভালো খেলছে। আমি আমার কাজ চালিয়ে যাব। নির্বাচন আমার হাতে নেই। এটা ম্যানেজমেন্টের কাজ। ওরা আমার ওপরে আস্থা রাখলে আমি সেই আস্থার মর্যাদা দেওয়ার চেষ্টা করবো।”
পন্থ ব্যাটিং ভালো করলেও তার কিপিং নিয়ে প্রশ্ন সেই বিষয়ে বিশ্বের এক নম্বর উইকেটকিপার বলেন, “ক্লাস ওয়ান থেকে কেউ বীজ গণিত শেখে না এটা মাথায় রাখতে হবে ও ঠিক উন্নতি করবে কিপিংয়ে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584