কোভিড পজিটিভ! এবার আক্রান্ত অভিনেতা ঋতব্রত মুখার্জি

0
90

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

ফের কোভিডের পরশ টলিপাড়ায়। আক্রান্ত হলেন অভিনেতা ঋতব্রত মুখার্জি৷ নিজের সোশ্যাল মিডিয়ায় খবরটি দেন অভিনেতা স্বয়ং।

Writabrata Mukherjee | newsfront.co

ঋতব্রত লেখেন- “আজ আমার রিপোর্ট কোভিড পজিটিভ এসেছে। আমি এখন বাড়িতেই কোয়ারেনটাইন করছি। আমার বাড়ির বাকি সবার রিপোর্ট নেগেটিভ। ডাক্তারের সঙ্গে পরামর্শ করে সব নিয়ম মেনে চলছি। যাদের সঙ্গে গত সাত দিনে যোগাযোগ হয়েছে, দয়া করে নিজেরা একবার টেস্ট করিয়ে নেবেন। আমি সুস্থ হয়ে উঠব, আমার একটি নিরাপদ বাড়ি আছে, আমার বাবা মা আছেন। কিন্তু তাঁদের কথা ভাবুন যাঁরা চিকিৎসা করার সময়টুকুও পাচ্ছেন না! কিন্তু ওদিকে আমাদের রাজনৈতিক প্রচার চলছে চলবে, সে যত মানুষ মারা যাক না কেন! অসুখটা আসলে মাথায় এবং সেই অসুখ ছড়াচ্ছে! খোঁজ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।”

আরও পড়ুনঃ কোভিড আক্রান্ত “তারক মেহতা কা উলটা চশমা”র গোলি সহ আরও তিন

ঋতব্রত এই মুহূর্তে ব্যস্ত আছেন বেশ কিছু নাটক নিয়ে। সমতালে চলছে মিউজিক্যাল শর্ট সহ আরও নানা কাজ। ওয়েব সিরিজ, বড় পর্দা এবং মঞ্চ সব জায়গাতেই নিজের স্বাক্ষর রাখছেন ঋতব্রত৷ অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে নিউজ ফ্রন্ট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here