নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
সাহিত্যিক অতীন বন্দোপাধ্যায়ের জীবনাবসান হল গতকাল বিকালে কলকাতার তারাতলা পোর্টট্রাস্ট হাসপাতালে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁর ছোট ছেলে শুভাশিস বন্দোপাধ্যায় জানান যে বৃহস্পতিবার রাতে অতীন বাবুর মস্তিষ্কের রক্তক্ষরণ হয়। তারপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তারপর তিনি আর চিকিৎসায় সাড়া দেননি। আজ রবিবার নিমতলা শ্মশান ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
বাংলাদেশে জন্মগ্রহণকারী অতীন বাবু দেশভাগের সময় এপার বাংলায় চলে আসেন। সবকিছু খুইয়ে জীবন শুরু করেন নতুনভাবে। জাহাজের চাকরি থেকে শুরু করে জীবনে বেশ কয়েকটি পেশায় নিজেকে নিয়োজিত করেন।
‘নীলকন্ঠ পাখীর খোঁজে’, ‘পরমেশ্বরী’, ‘অলৌকিক জলযান’, ‘মানুষের ঘরবাড়ি’, ‘ঈশ্বরের বাগান’
ও বেশ কিছু ছোট গল্প তাঁর সৃষ্টির অন্যতম। একসময় তাঁর ছোট গল্প সংকলনের জন্য তিনি অ্যাকাডেমি পুরস্কার পান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584