আসছে ‘লস্ট’, পোস্টার শেয়ার করলেন ইয়ামি গৌতম

0
66

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় আসছে ‘লস্ট’। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ছবিটির বিষয়বস্তু ঘোষণা করলেন তিনি। জানালেন, কারা কারা অভিনয় করবেন তাতে। ছবির নাম ‘লস্ট’। এর আগে অমিতাভ বচ্চন, তাপসী পান্নু অভিনীত ‘পিঙ্ক’ তাঁর শেষ পরিচালিত ছবি। মাঝে তৈরি করেছেন দুটি ওয়েব সিরিজ-‘পরছাই: গোস্ট স্টোরিজ বাই রাস্কিন বন্ড’ ও ‘ফর্বিডেন লাভ’।

Yami Gautam Dhar
সৌজন্যে : ডিএনএ ইন্ডিয়া

অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ‘লস্ট’-এ এক ক্রাইম রিপোর্টারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ইয়ামি গৌতমকে। ছবির একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ইয়ামি লিখেছেন, “আসছে আরও একটি রোমহর্ষক থ্রিলার। এই গল্প আজকের সময়ের তুলনা অনেকটাই প্রাসঙ্গিক।”

ছবির বিষয়বস্তু হিসাবে কলকাতাকেই বেছে নিয়েছেন এই বাঙালি পরিচালক। ছবিতে থাকছে তদন্তমূলক কাহিনি। ছবি সম্পর্কে অনিরুদ্ধ বলেছেন, “এককথায়, ‘লস্ট একটি ইমোশনাল থ্রিলার।’ প্রতিশ্রুতি, দায়িত্ববোধ, একে অপরের হাত ধরা ও সহানুভূতির মিশেলে ছবিটা তৈরি করছি। ছবি বানানোর সময় সামাজিক দায়বদ্ধতার কথা সবসময় মাথায় রাখি। চারপাশের পরিবেশের কথা মাথায় রাখি।”

আরও পড়ুনঃ প্রেমিক দেবায়ুধকে এবার বিয়ে করতে চান তিথি

যদি সবকিছু ঠিক থাকে তবে ২০২২ অর্থাৎ পরের বছরই মুক্তি পেতে চলেছে ‘লস্ট’। ছবির কাহিনীকার হলেন শ্যামল সেনগুপ্ত ও রীতেশ শাহ। ইয়ামি গৌতম ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে পঙ্কজ কাপুর, রাহুল খান্না, পিয়া বাজপেয়ী, তুষার পাণ্ডে সহ আরও অনেককে।

আরও পড়ুনঃ “দিলীপ কুমারকে ভয় পেতাম”, স্মৃতিচারণায় নাসিরুদ্দিন শাহ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here