১৩ জুলাই থেকে ‘যমুনা ঢাকি’

0
929

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

মহিলা পুলিশ, মহিলা পাইলট, মহিলা ফুটবলার, মহিলা ব্যাডমিন্টন প্লেয়ার, মহিলা বিচারপতির পর এবার মহিলা ঢাকি। একটা কথা প্রচলিত আছে, মেয়েদের নাকি ঢাক বাজাতে নেই। কিন্তু বাজায় তো অনেকেই।

Yamuna Dhaki | newsfront.co

মহিলা তবলচিরও তো অভাব নেই সাংস্কৃতিক জগতে। এবার এক মহিলা ঢাকিকে কেন্দ্রে রেখেই বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘যমুনা ঢাকি’।

Sweta Bhattacharjee | newsfront.co

গল্পটা খানিকটা জানিয়েছে চ্যানেল। গঙ্গাপদ তার মেয়ে যমুনা আর স্ত্রীকে নিয়ে যন্ত্র পট্টিতে থাকে। সেখানে নানা ধরনের বাদ্যযন্ত্র তৈরি হয়। স্বল্প রোজগারে তাদের দিন গুজরান হয়। গঙ্গাপদ ঢাকির শরীর ভাল নয়। সে টিবি, ক্যানসারে আক্রান্ত। ডাক্তার তাকে ঢাক বাজাতে বারণ করেছেন। সে শেষবারের মতো একবার ঢাক বাজাতে কলকাতার রায় বাড়িতে যেতে চায়।

Yamuna Dhaki | newsfront.co

অনেক কষ্টে মেয়ে যমুনাকে সে রাজি করায়। কিন্তু গঙ্গাপদ শারীরিক অবস্থার অবনতি ঘটায় কলকাতায় মেয়ের সঙ্গে গিয়েও বাজাতে পারে না ঢাক। মেয়ে বাপের দায়িত্ব পালন করে সম্ভ্রান্ত ব্যবসায়ী রায় পরিবারের দুর্গাপুজোয়। সেও ছোট থেকে ঢাক বাজানোয় ওস্তাদ।

Serial | newsfront.co

আরও পড়ুনঃ স্বপ্নডানা মেলে ১৩ জুলাই থেকে উড়বে ‘তিতলি’, শুরুতেই ভার্চুয়াল বিয়েবাড়ির ঝলক!

এক দেখাতেই বাড়ির বিলেত ফেরত ছেলে সঙ্গীতের নজরে পড়ে সে। সঙ্গীত তাকে বিয়ে করতে চায় তার সম্বন্ধে কিছু না জেনেই। কী হবে এরপর? ধীরে ধীরে জানা যাবে ১৩ জুলাই থেকে।

Sweta Bhattacharjee | newsfront.co

স্নেহাশিস চক্রবর্তী এবং তাঁর প্রযোজনা সংস্থা ‘ব্লুজ’-এর তরফ থেকে আসছে এই ধারাবাহিক। যমুনার চরিত্রে শ্বেতা ভট্টাচার্য। টেলিভিশনে তাঁর প্রথম আত্মপ্রকাশ স্নেহাশিসের হাত ধরেই। জরোয়ার ঝুমকো, কণক কাঁকন, তুমি রবে নীরবে, জয় কানহাইয়া লাল কি ধারাবাহিকগুলিতে অভিনয় করেছেন শ্বেতা।

Tele actor | newsfront.co

Sweta Bhattacharjee | newsfront.co

আরও পড়ুনঃ ১১ জুলাই থেকে দাদা-দিদির নতুন পর্ব!

সঙ্গীতের চরিত্রে অভিনয় করছেন রুবেল দাস। রুবেলকে এর আগে ভানুমতীর খেল, বাঘ বন্দি খেলা ধারাবাহিকে দেখেছেন দর্শক। পাশাপাশি ‘ডান্স বাংলা ডান্স’-এ তাঁর দুরন্ত পারফরম্যান্সের জন্য তাঁকে মনে রেখেছে সবাই।

Sweta Bhattacharjee | newsfront.co

এ ছাড়াও বিভিন্ন চরিত্রে রয়েছেন কৌশিক ব্যানার্জি, দেবযানী চ্যাটার্জি, কাঞ্চনা মৈত্র সহ আরও অনেকে।
১৩ জুলাই থেকে সোম থেকে শনি সন্ধে সাড়ে ৭ টার স্লটে জি বাংলায় আসছে ‘যমুনা ঢাকি’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here