আজ থেকে ‘যমুনা ঢাকি’, একটি অন্যরকম চরিত্রে আছেন চাঁদনি সাহা

0
1264

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

টিভির পর্দায় আজ থেকে আসছে ধারাবাহিক ‘যমুনা ঢাকি’। এক মহিলা ঢাকিকে কেন্দ্রে রেখে এগোবে ধারাবাহিকের গল্প। মহিলা ঢাকির চরিত্রে রয়েছেন শ্বেতা ভট্টাচার্য। আর তাঁর বিপরীতে রুবেল দাস। রুবেলের এটি তৃতীয় ধারাবাহিক। এই ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম সঙ্গীত। সে বিলেত ফেরত ছেলে।

Chandni saha | newsfront.co

জানা গিয়েছে একটি অন্যরকমের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চাঁদনি সাহা। চাঁদনি এর আগে ‘বেনে বউ’, ‘কাছে আয় সই’, ‘মনসা’, ‘এখানে আকাশ নীল’ সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। ‘মনসা’ ধারাবাহিকের কেন্দ্রীয় নারীচরিত্রেই ছিলেন তিনি। আজ অবধি প্রত্যেকটি চরিত্রেই নিজের অভিনয়সৌকর্য প্রমাণ করেছেন তিনি।

Sweta Bhattacharya | newsfront.co

‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকে ডাঃ নীলিমার চরিত্রে দেখা যাচ্ছিল তাঁকে। এই মুহূর্তে ট্র্যািক কদিনের জন্য বন্ধ আছে তাঁর। তবে, সেখানেও ফিরবেন এমনটাই খবর। অভিনেত্রী নিজের ফেসবুক পেজ-এ পোস্ট দিয়েছেন -“স্নেহাশিস দা ‘দ্য ক্রিয়েটর’ অন্যরকম চরিত্র দিয়েছে আমায়। আশা রাখছি ভাল হবে।”

Snehasis with Chandi saha | newsfront.co
স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে চাঁদনি সাহা

Yamuna Dhaki | newsfront.co

আরও পড়ুনঃ এবার কোন চরিত্রে ধরা দেবে মিষ্টি?

চরিত্রটা আসলে কী তা নিয়ে খোলসা করেননি কিছুই। চমক হিসেবেই রেখেছেন ব্যাপারটা। জানতে দেরি নেই। আজ থেকেই আসছে ‘যমুনা ঢাকি’। সোম থেকে শনি সন্ধে সাড়ে ৭ টায় দেখতে হবে ‘যমুনা ঢাকি’, জি বাংলায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here