নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা কাজল ঘোষ। এদিন বেসরকারি হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর প্রথমে তিনি পৌঁছান বিধাননগরের দলীয় অফিসে। সেখানে দলীয় কর্মী সমর্থকরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এরপর সেখান থেকে সোজা চলে যান নিজের বাড়ি।
যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল ঘোষ বলেন যে “আমি লকডাউনের সময় থেকেই পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো থেকে শুরু করে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছু করেছি। গত পাঁচ তারিখ আমি ডাক্তার,নার্স,আশা কর্মী,বিডিওদের সহ করোনা যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান করি। এরপর সেখান থেকে আসার পর ওই রাতে জ্বরে আক্রান্ত হয়।
আরও পড়ুনঃ পথ দেখাচ্ছে পাঁশকুড়ার বড়মা সুপার স্পেশালিটি হাসপাতাল
এবং করোনার উপসর্গ দেখা দেয়। এরপর ছয় তারিখে লালার নমুনা নেওয়া হয়। সাত তারিখে রিপোর্ট পজিটিভ আসে। এরপর আমি আমার উপর মহলে জানাই। এবং তারাই আমাকে মাটিগাড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে দেয়। কিন্তু আমার ভর্তি ও করোনা নিয়ে কিছু বন্ধুরা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করলো। বুঝতে পারলাম না কারণটা কি।
আরও পড়ুনঃ করোনা মুক্তির দিশা মিলছে না তাই যজ্ঞেই আস্থা রাজ্যের মন্ত্রীর
আর করোনা হতেই পারে।” এবং তিনি আরও বলেন যে “আমাদের টিমের সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে দু একজনের উপসর্গ ছিল। তারাও দুই একদিনে মধ্যে বাড়ি চলে আসবে। আর এইটা নিয়ে অনেকে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করেছে।
এবং এক বন্ধু, যে আমার সাথে ওঠাবসা করতো, সেই বন্ধু কোন সৌজন্যতা দেখাল না। এবং মানুষকে উস্কানো হল। মানুষের সঙ্গে মানুষের বিভেদ সৃষ্টি করে দিল। এইটা ঠিক নয়। এইটা রাজনীতির জায়গা নয়। রাজনীতি, রাজনীতির জায়গায় হবে।” তিনি বলেন “আমাদের রোগের সাথে লড়তে হবে রোগীর সাথে নয়।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584