আত্মবিশ্বাসী ল, গরম চিন্তা শঙ্করের

0
101

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

করোনা, লকডাউনের পরবর্তী পর্যায়ে বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারতীয় ফুটবল। দ্বিতীয় ডিভিশন আই লিগ দিয়ে মাঠে বল গড়াবে।

Coach | newsfront.co

আর কলকাতাতে হওয়া এই টুর্নামেন্টে বৃহস্পতিবারই দুপুর সাড়ে বারোটায় যুবভারতীতে নামবে ভবানীপুর এফসি প্রতিপক্ষ বেঙ্গালুরু ইউনাইটেড। আর বিকাল সাড়ে চারটেতে কল্যাণীতে মহামেডান স্পোর্টিং নামবে গাড়োয়াল এফসির বিরুদ্ধে।

Yan Law | newsfront.co

এদিন নিউজফ্রন্টকে মহামেডান স্পোর্টিং কোচ ইয়ান ল জানান, ‘আমি তো মুখিয়ে আছি কতদিন পর ফুটবল মাঠে নেমে কোচ করব। দল তো পুরো তৈরি দেশি ও বিদেশীদের মধ্যে বন্ধনটা ভালোই আছে। আর আমার দলের বেশি ভাগ ফুটবলার আই লিগ বড় বড় ক্লাবে খেলে এসেছে। আশা করি দল ভালো করবে। আই লিগের জন্য দল কোয়ালিফাই করবে সেটা আমি বিশ্বাস করি।’

আরও পড়ুনঃ করোনা মুক্ত বরিস

অন্যদিকে ভবানীপুর কোচ শঙ্করলাল চক্রবর্তী চিন্তা করছে গরম নিয়ে। তার কথায়, ‘দুপুর সাড়ে বারোটায় খুব গরম থাকে আমরা বেশি খেলা এই সময়েই খেলবো। যা খুব কষ্টকর। দলকে বলেছি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে। ক্রোমার মত ফুটবলার করোনা হয়ে যাওয়ায় খেলতে পারবে না ওকে মিস করবো।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here