নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
লকডাউন পরিবেশে যখন কিছু ক্লাব ভেবেই উঠতে পারছেন না কিভাবে দল গঠন সারবেন। সেখানে দল আগামী মরসুমের জন্য প্রায় গুছিয়ে নিলেন মহামেডান কর্তারা। নতুন কোচ হিসেবে কলকাতার বাঙালি ছেলে তরুণ তুর্কি বালিগঞ্জের ইয়ান লোর ওপর ভরসা রাখলেন তারা।
আগামী গোটা মরসুমই ক্লাবের সঙ্গে যুক্ত থাকবেন তিনি। সাইদ রমন কোচ হিসেবে গত মরসুমে সাফল্য দিলেও কিন্তু দল পুরোটা চালাতেন টিডি দীপেন্দু বিশ্বাস। সেই কারণে লো-এর উপর ভরসা রাখলেন সাদা কালো কর্তারা।
গত মরসুমে আই লীগে পাঞ্জাব এফ সির হয়ে কোচিং ইয়ান লো খুব ভালো পারফর্ম করে পাঞ্জাব এক সময়ে চ্যাম্পিয়ন হবে মনে হচ্ছিল। এদিন ক্লাবে এসে চুক্তিতে সই করেন তিনি দ্বিতীয় ডিভিশন আই লীগ ও আই লীগ কোয়ালিফাই করলে দুটো জায়গা ও কলকাতা লীগে লো কোচিং করাবেন।
আরও পড়ুনঃ আর্থিক ক্ষতি কমাতে এফএসডিএলের কাছে ফি মুকুবের আর্জি আইএসএল ফ্রাঞ্চাইজিদের
উচ্ছ্বাসের সুরে তিনি নিউজফ্রন্টকে বলেন, ‘কলকাতার তিন প্রধানের বরাবর একটা আবেগ রয়েছে। তাছাড়া লোকাল ক্লাবে কোচিং করাতে সব সময় ভালো লাগে, সেই কারণে প্রস্তাব পেয়ে দ্বিতীয় বার ভাবিনি। দলটা দেখে ভালো লাগছে আশা করি কাজ করে ভালো লাগবে সাফল্য দিতে পারবো এই দলকে।‘ সচিব ওয়াসিম আক্রম বলেন, দিপু দার সঙ্গে ওর রসায়নটা ভালো হবে, লো নিজেও দীপেন্দুর সঙ্গে কাজ করতে মুখিয়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584